সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ। রবিবার ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
এ জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট হলো বাংলাদেশের। মালদ্বীপ ও ভুটানের শেষ ম্যাচের ফলের ওপর নির্ভর করছে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কারা সেমিফাইনালে যাবে।
অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে প্রথমার্ধে বাংলাদেশের ২ গোল করেছিলেন মুর্শেদ আলী, সুমন সরেন। ১১ মিনিটে মোরশেদ আলী ডান দিক দিয়ে একাই বক্সে ঢুকে বাম পায়ের জোরালো শটে গোল করেন। ২৮ মিনিটে মুরশেদ আলীর ক্রস থেকে সুমন সরেনের দুর্দান্ত প্লেসিংয়ে ব্যবধান ২-০ করে বাংলাদেশ। শেষ মুহূর্তে মোরশেদের চমৎকার ক্রস থেকে বাংলাদেশকে তৃতীয় গোল উপহার দেন অধিনায়ক নাজমুল।
মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও ম্যাচ ড্র করে মাঠ ছেড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অপ্রত্যাশিত ওই ড্রয়ে অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা তৈরি হয়েছিল বাংলাদেশের। তবে দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে নাম লিখেছে লাল-সবুজ জার্সিধারী যুবারা।
মালদ্বীপের এখনও সুযোগ আছে সেমিফাইনালে ওঠার। তারা যদি ভুটানকে ৪ বা তার চেয়ে বেশি গোলের ব্যবধানে হারায় তাহলে বাংলাদেশ হবে গ্রুপ রানার্সআপ। সেক্ষেত্রে সেমিফাইনালে বাংলাদেশকে মোকাবিলা করতে হতে পারে ভারতকে।
‘বি’ গ্রুপে ভারত প্রথম ম্যাচে ৮-০ গোলে হারিয়েছে শ্রীলংকাকে। স্বাগতিকরা পরের ম্যাচে নেপালকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হবে।