সোমবার

,

১২ই মে, ২০২৫

আইপিএল: ২০০০ কোটি রুপি ক্ষতির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান। তবুও আইপিএলের স্থগিত হওয়া ম্যাচ সহসা শুরু হচ্ছে না। কারণ শেষ পর্যন্ত দুই দেশ নিজেদের সিদ্ধান্তে অটল থাকে কি না সে জন্য অপেক্ষা করতে হচ্ছে। স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ আর মাঠে না গড়ালে প্রায় ২০০০ কোটি রুপি লোকসান হবে টুর্নামেন্ট সংশ্লিষ্টদের।
ভারতের সংবাদমাধ্যমগুলো শনিবার এমন খবরই প্রকাশ করেছে।

আইপিএলের এখনো ১৬টি ম্যাচ বাকি। এই ম্যাচগুলো না হলে বীমার ক্ষতিপূরণ পাওয়ার পরও প্রতি ম্যাচের জন্য ১০০ থেকে ১২৫ কোটি রুপি লোকসান হবে বলে বিসিসিআই সূত্র জানিয়েছে। সঙ্গে ক্ষতির মুখে পড়বে সম্প্রচারকারী চ্যানেল, স্পন্সর এবং ফ্র্যাঞ্চাইজিগুলো।

এই ক্ষতি ঠেকাতে বিসিসিআই কর্তারা চেষ্টা করছেন আইপিএল শেষ করার। আপাতত এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ভারত সরকারের কাছ থেকে টুর্নামেন্ট পুনরায় শুরু করার অনুমতি পাওয়ার অপেক্ষায় আছে আয়োজকরা। অনুমতি পেলে ভেন্যু সংখ্যা কমিয়ে আইপিএলের বাকি অংশ চালাতে চায় তারা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আইপিএলের বাকি অংশ আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছে। এক সপ্তাহ বিরতির পর যদি ভারত পুনরায় আইপিএল চালু করতে না পারে, তাহলে টুর্নামেন্টের বাকি থাকা ম্যাচগুলো বছরের শেষ ভাগে আয়োজনে আগ্রহী ইংল্যান্ড।

তবে আইপিএল এ মাসে শুরু করা না গেলে বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিতে পারে।

এদিকে আইপিএল স্থগিতের পরই বিদেশি ক্রিকেটাররা ভারত ছাড়তে শুরু করেছেন। যুদ্ধবিরতি ঘোষণার পর এবার আইপিএলের ভাগ্য কোন পথে যাবে, সে জন্য অপেক্ষা করতে হচ্ছে।