শনিবার

,

১০ই মে, ২০২৫

ভারত-পাকিস্তান উত্তেজনায় স্থগিত আইপিএল ও পিএসএল

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান চলমান সংঘাতের কারণে স্থগিত হয়েছে বড় দুই ক্রিকেট লিগ আইপিএল ও পিএসএল।
ভারত এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করেছে। এর কয়েক ঘণ্টার ব্যবধানে পাকিস্তানও স্থগিত ঘোষণা করল পিএসএল।

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা করেছিল যে বাকি থাকা পিএসএল ম্যাচগুলো দুবাইয়ে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। কিন্তু পরিকল্পনা সঠিকভাবে না এগোনোই শেষ পর্যন্ত নিতে হলো এই কঠোর সিদ্ধান্ত।

পিসিবি তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘প্রধানমন্ত্রী মিয়া মোহাম্মদ শাহবাজ শরিফের পরামর্শে পিএসএল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

চলমান সংঘাতের কারণে আসরের মাঝপথে স্থগিত করা হয়েছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইপিএল কতৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আইপিএলের বাকি অংশ এক সপ্তাহের জন্য স্থগিত করা হল। সব পক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

নিরাপত্তা শঙ্কা থাকায় ধর্মশালায় আইপিএলের একটি ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরই জরুরি বৈঠকে বসে আইপিএল কর্তৃপক্ষ। সেখান থেকেই এলো আসর স্থগিতের সিদ্ধান্ত।

ক্রিকবাজ বলছে, পিসিবি চেয়েছিল সংযুক্ত আরব আমিরাতে লিগটি শেষ করতে, তবে এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় বাধ্য হয়েই আপাতত পুরো আসর স্থগিত করতে হয়েছে।

পিএসএলের এবারের আসরে আর মাত্র ৮টি ম্যাচ বাকি ছিল, যা মে ১৮ তারিখের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।

আর আইপিএলে এখনও লিগ পর্বে ১২টি ম্যাচ বাকি। সেই সঙ্গে বৃহস্পতিবার পাঞ্জাব-দিল্লি ম্যাচটি বাতিল হলেও তার পয়েন্ট ভাগাভাগি হয়নি। বোর্ড যদি পরে আইপিএল আবার আয়োজন করে, তাহলে এই ম্যাচটিও হতে পারে। সেই সঙ্গে প্লে-অফের চারটি ম্যাচ রয়েছে।