শনিবার

,

১০ই মে, ২০২৫

মা পদক পাচ্ছেন ডলি জহুর

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেত্রী ডলি জহুর পেতে যাচ্ছেন মা-পদক। ১১ মে বিশ্ব মা দিবসে তার হাতে মা পদক তুলে দেওয়া হবে। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে ২০২২ সাল থেকে নিয়মিতভাবে প্রতি বছর মা পদক দেওয়া হচ্ছে। অনুষ্ঠানের আয়োজক অভি মঈনুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুরস্কার প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাসহ বাংলাদেশের বহু সংগঠন থেকে আমি বহুবার পুরস্কৃত হয়েছি। কিন্তু চলচ্চিত্রে কিংবা নাটকে মায়ের চরিত্রে অভিনয়ের জন্য কখনো এমন পুরস্কারে ভূষিত হইনি। যে কারণে এই পুরস্কারটি আমার কাছে বিশেষ গুরুত্ব বহন করে। আয়োজকদের ধন্যবাদ।’

ডলি জহুর অভিনীত প্রথম চলচ্চিত্র অসাধারণ। তিনি হুমায়ূন আহমেদ রচিত শঙ্খনীল কারাগার উপন্যাস অবলম্বনে নির্মিত একই নামের চলচ্চিত্র এবং হুমায়ূন আহমেদ রচিত ও পরিচালিত আগুনের পরশমণি চলচ্চিত্রে অভিনয় করেন। মোস্তাফিজুর রহমান পরিচালিত শঙ্খনীল কারাগার চলচ্চিত্রে রাবেয়া চরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং অনুষ্ঠানটি আয়োজনে কাজ করছে।

প্রসঙ্গত, এর আগে শুধু মা চরিত্রে অভিনয়ের জন্যই মা পদক ২০২২, ২০২৩ ও ২০২৪-এ ভূষিত হয়েছিলেন শবনম, দিলারা জামান ও আনোয়ারা।