মালয়েশিয়ার প্রবাসী শ্রমিকদের জন্য সহজ শর্তে মালিকানা পরিবর্তনের সুযোগ দিচ্ছে দেশটির সরকার। এই সিদ্ধান্তকে মালয়েশিয়ার লেবার পলিসি সংশোধনে এক বিরল পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
দেশটির গণমাধ্যম স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইলের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিমের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত ‘বিদেশি শ্রমিক ব্যবস্থাপনা সংক্রান্ত ১৩তম যৌথ কমিটি বৈঠকে (ভলিউম ১/২০২৫)’ এ নীতিগত পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৈঠকে সিদ্ধান্ত হয়, এখন থেকে মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি শ্রমিকরা পূর্বনির্ধারিত নিয়ম মেনে ভিন্ন খাতের কোম্পানি মালিকের অধীনে স্থানান্তরের জন্য আবেদন করতে পারবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বলেন, ‘এই সিদ্ধান্ত শুধু সরকারের জন্য নয়, বরং কম্পানি মালিক ও শ্রমিক উভয় পক্ষের জন্যই সুফল বয়ে আনবে।’
মন্ত্রী আরো জানান, আগে কেবলমাত্র শ্রমিক সংকটপূর্ণ খাতে (যেমন বাগান ও কৃষি খাত) কোটার স্থানান্তর অনুমোদিত ছিল।
কিন্তু এখন খাতভিত্তিক নিয়োগকর্তা পরিবর্তনের প্রক্রিয়া সকল সেক্টরে উন্মুক্ত করা হয়েছে।
এই সিদ্ধান্ত বিদেশি শ্রমিক ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও কার্যকারিতা আনবে এবং শ্রমিকদের অবৈধতার প্রবণতা কমবে বলে বলে প্রত্যাশা করা হচ্ছে।