শুক্রবার

,

৯ই মে, ২০২৫

‘ইনসাফ’-এ ভয়ংকর লুকে মোশাররফ করিম

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

মোশাররফ করিমকে এবার দর্শক দেখতে পাবেন বিধ্বংসীরূপে। নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ‘ইনসাফ’ সিনেমার দ্বিতীয় পোস্টারে পাওয়া গেল মোশাররফ করিমের এমন ভয়ংকর লুক।

চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি, হাতে কুড়াল, ঘাড়ে ঝুলানো টেথোস্কোপ, পোশাকে রক্তের ছোপ ছোপ দাগ, মেরে পায়ের নিচে ফেলে রেখেছেন একজনকে- দেখেই বোঝা যাচ্ছে, প্রতিশোধের নেশায় দাঁড়িয়ে আছেন অভিনেতা মোশাররফ।

প্রথমবারের মতো একদম ভিন্ন, ভয়ংকর এক রূপে সামনে এলেন জনপ্রিয় এই অভিনেতা।

রবিবার সন্ধ্যায় ‘ইনসাফ’-এর দ্বিতীয় পোস্টার উন্মোচন করে নির্মাতা বলেন, ‘এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ! এতে স্পষ্ট হয়ে যায়, সিনেমার গল্পে প্রতিশোধ ও ন্যায়বিচারের জোরালো উপস্থাপন থাকবে।’

এর আগে গত ২৫ এপ্রিল প্রকাশিত হয় সিনেমাটির প্রথম পোস্টার, যেখানে রক্তাক্ত কুড়াল হাতে, ঠোঁটে রহস্যময় হাসি নিয়ে হাজির হয়েছিলেন শরীফুল রাজ। নতুন পোস্টারে মোশাররফ করিমের চরিত্র প্রকাশ পেলেও বিস্তারিত কোনো তথ্য দেননি নির্মাতা।

জানা গেছে, অ্যাকশন থ্রিলার ঘরানার ‘ইনসাফ’-এর শুটিং শুরু হয় গত ফেব্রুয়ারিতে, এখন চলছে শেষ মুহূর্তের কাজ। ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

‘ইনসাফ’ সিনেমায় নায়ক হিসেবে আছেন শরীফুল রাজ, নায়িকা ছোট পর্দার পরিচিত মুখ তাসনিয়া ফারিণ। ‘ইনসাফ’-এর মাধ্যমে বড়পর্দায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি।

‘ইনসাফ’-এর প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস। সিনেমাটি সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় চলচ্চিত্র হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তার প্রথম সিনেমা। এর আগে তিনি টালিউডে জিৎকে নিয়ে ‘মানুষ’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করেন।

সিনেমাটি নিয়ে ইতোমধ্যে দর্শকমহলে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। পোস্টারে মোশাররফ করিমের নতুন লুক তাদের সেই আগ্রহ আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।