আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাড়ি আমদানির ওপর তার ঘোষিত ২৫ শতাংশ শুল্ক কিছুটা শিথিল করতে মঙ্গলবার দুটি নির্বাহী আদেশে সই করেছেন। এতে অটোমোবাইল শিল্পের জন্য আংশিক করছাড় এবং কিছু উপকরণের ওপর অন্য শুল্ক থেকে অব্যাহতির কথা বলা হয়েছে।
একই দিনে হোয়াইট হাউজ দাবি করেছে, তারা একটি বিদেশি বাণিজ্য অংশীদারের সঙ্গে প্রথম চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে।
মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার অটোমোবাইল শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র মিশিগান সফর করেন। তাই সেখানে যাওয়ার আগে কৌশল হিসেবে গাড়ির কিছু যন্ত্রাংশ আমদানিতে শুল্কে ছাড় দেয়ার ঘোষণা দেন ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে উঠে এ সংক্রান্ত নির্বাহী দুটি আদেশে সই করেন তিনি।
ট্রাম্প জানিয়েছেন, স্থানীয়ভাবে উৎপাদিত গাড়িতে দেশীয় উপকরণের পরিমাণ বাড়াতে নির্মাণ কোম্পানীগুলো আগামী দুই বছর সময় পাবেন। এই সময়ের মধ্যে, তারা আমদানিকৃত অটো পার্টসের ওপর শুল্ক ছাড় পাবে—যার পরিমাণ ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত গাড়ির খুচরা মূল্যের ৩ দশমিক ৭৫ শতাংশ এবং ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত মোট উৎপাদনের ২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত হতে পারে।
অটোমোবাইল উৎপাদকদের একটি জোট, ‘অটোস ড্রাইভ আমেরিকা’, জানিয়েছে যে এই সিদ্ধান্ত কিছুটা স্বস্তি দিলেও ‘আমেরিকার অটো শিল্পকে আরও গতিশীল করতে আরও কিছু প্রয়োজন’।
এদিকে, আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিক সিএনবিসিকে জানান, তিনি একটি বিদেশি দেশের সঙ্গে এমন একটি চুক্তি করেছেন, যাতে ট্রাম্পের পাল্টা শুল্ক পরিকল্পনা আংশিকভাবে স্থায়ীভাবে শিথিল হতে পারে। তবে তিনি দেশটির নাম প্রকাশ করেননি।
তিনি বলেন, ‘চুক্তি সম্পন্ন হয়েছে… তবে তাদের প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের অনুমোদন না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
এই ঘোষণাগুলোর পর আমেরিকার শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা যায়।