মঙ্গলবার

,

২৯শে এপ্রিল, ২০২৫

মর্যাদার লড়াইয়ে আবাহনী-মোহামেডান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শিরোপাযুদ্ধ শেষ হচ্ছে আজ। মিরপুরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান ম্যাচে শিরোপা কার হাতে যাবে, এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা, বিশ্লেষণ।

দুই দলের মর্যাদার লড়াই তাই একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে। মঙ্গলবারের ম্যাচে যে দল জিতবে তারাই শিরোপা ঘরে তুলবে।

লিগ পর্ব আর সুপার লিগ মিলিয়ে ১৫ ম্যাচে আবাহনীর ঝুলিতে রয়েছে ২৬ পয়েন্ট। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে মোহামেডানের দুই পয়েন্ট কম। পয়েন্টে পিছিয়ে থাকলেও শুধু জিতলেই চলবে মোহামেডানের। কারণ ডিপিএলের বাইলজ অনুযায়ী, দুই দলের পয়েন্ট সমান হলে সে ক্ষেত্রে বিবেচনায় আসবে মুখোমুখি লড়াই; যেখানে এগিয়ে মোহামেডান।

লিগ পর্বের শেষ ম্যাচে আবাহনীকে হারিয়েছিল তারা।

২০১৩ সালে লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর শিরোপা জেতা হয়নি মোহামেডানের। অপেক্ষার ইতি টানার সেরা সুযোগ এবার।

দলটির পেসার ইবাদত হোসেনের কথায় চ্যাম্পিয়নের মুকুট পরার দৃঢ়তা ফুটে উঠেছে। তিনি বলেন, ‘মোহামেডান শেষ অনেক বছর ধরে এই শিরোপা জিততে পারেনি। এই বছর আমাদের দল অনেক ভালো ছিল। এ জন্য শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে আছি।’

আবাহনীও আশাবাদী শিরোপা ঘরে তুলতে। কারণ শেষ পাঁচ মৌসুমের চারটিতে চ্যাম্পিয়ন দলটি এবার হ্যাটট্রিক শিরোপার সামনে দাঁড়িয়ে। ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে কোচ হান্নান সরকার বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আমরা টুর্নামেন্ট শুরু করেছিলাম। এখন সেই লক্ষ্যের শেষ ধাপ। ক্রিকেটাররা অনেক রোমাঞ্চিত দিনটির জন্য। কখন খেলা শুরু হবে। দিনশেষে কখন ট্রফিটা হাতে নেবে।’