মেহরাব জাহিদের রচনায় ‘এই শহরে মেঘেরা একা’ নাটকে আবারও জুটিবদ্ধ হলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। কোরবানির ঈদে নাটকটি প্রচারিত হবে বলে জানা গেছে। এরপর প্রকাশ করা হবে ইউটিউব চ্যানেলে।
এর আগে মুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন এই দুই অভিনয়শিল্পী।
‘এই শহরে মেঘেরা একা’ নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। সম্প্রতি রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং হাউসে হয়েছে এর দৃশ্য ধারণ। বিন্দুভিশনের ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন আফরিনা রহমান। পরিচালক সোহেল রানা ইমন জানিয়েছেন, নাটকটি কোরবানির ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে। এরপর প্রকাশ করা হবে ইউটিউব চ্যানেলে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, ‘এই শহরে মেঘেরা একা’ নাটকে আমি দীপা নামের একজন অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করেছি। সুন্দর একটি প্রেমের গল্প। নতুন যাঁরা অভিনয় করছেন তাঁদের মধ্যে পার্থ শেখ খুব ভালো করছেন। তাঁর সঙ্গে আগেও একটি নাটকে কাজ করে ভালো সাড়া পেয়েছি। তাই এবারের নাটকটি নিয়েও আমি খুব আশাবাদী। আশা করছি, প্রচারে এলে দর্শকের ভালো লাগবে নাটকটি।’
পার্থ শেখ বলেন, ‘তানিয়া বৃষ্টি দারুণ অভিনয় করেন। ক্যামেরার সামনে তিনি অনবদ্য। ইমন ভাইয়ের নির্দেশনায় আমরা দুজন একসঙ্গে কাজ করলাম। তানিয়া বৃষ্টির সঙ্গে আরও কয়েকটা নাটকে অভিনয়ের কথা হয়েছে। সোহেল রানা ইমনের এই শহরে মেঘেরা একা নাটকটির শুটিং শেষ করলাম। আগামী মাসে আরও দুটি কাজ আছে ভিন্ন দুই পরিচালকের। এই শহরে মেঘেরা একা একটি রোমান্টিক গল্পের নাটক। যদিও নাটকের শেষটা একটু বেদনাবিধুর। সবাই মিলে চেষ্টা করেছি, দর্শকদের একটি সুন্দর নাটক উপহার দেওয়ার। সেই চেষ্টাটা সার্থক হবে দর্শকের মন জয় করতে পারলে।’