কানাডার ভ্যাঙ্কুভার শহরে ভিড়ের মধ্যে গাড়ি হামলার ঘটনা ঘটেছে। ফিলিপিনোদের সাংস্কৃতিক উৎসবে ভিড়ের ওপর গাড়ি চালিয়ে ৯ জনকে হত্যা করেছেন এক ব্যক্তি। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ভ্যাংকুভারের সানসেট অন ফ্রেজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভ্যাংকুভার পুলিশ জানিয়েছে, শনিবার রাতের লাপুলাপু উৎসবে এক ব্যক্তি ভিড়ের ওপর গাড়ি চালিয়ে ৯ জনকে হত্যা করেছেন। এরই মধ্যে ৩০ বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এটি সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত নয়। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে পুলিশ আরও বিস্তারিত তথ্য জানাবে বলে আশ্বস্ত করেছেন।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ‘ভয়াবহ ঘটনা দেখে বিধ্বস্ত’ বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি নিহত ও আহতদের স্বজন, ফিলিপিনো কানাডিয়ান সম্প্রদায় এবং ভ্যাংকুভারের সবার প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।’
প্রত্যক্ষদর্শী ডেইল সেলিপ জানান, গাড়িটি ভিড়ের ওপর ওঠার পর তিনি রাস্তায় আহত শিশুদের দেখতে পেয়েছেন। তিনি বলেন, ‘একজন নারী চোখ তুলে তাকিয়ে ছিলেন, যার পা এরই মধ্যে ভেঙে গিয়েছিল। এক ব্যক্তি তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন।’
ভ্যাংকুভারের মেয়র কেন সিম বলেছেন, ‘এই অবিশ্বাস্য কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত সবার এবং ভ্যাংকুভারের ফিলিপিনো সম্প্রদায়ের প্রতি আমার সমবেদনা।’
মূলত ফিলিপিন্সের আদিবাসী নেতা লাপুলাপুর স্মরণে দিবসটিত পালিত হয়। ১৫২১ সালে পর্তুগিজ অভিযাত্রী ফার্ডিনান্ড মাগেলানকে পরাজিত করতে সেনার নেতৃত্ব দিয়েছিলেন লাপুলাপু।