জুলস কুন্দের শেষ মুহূর্তের গোলে শনিবার কোপা দেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা ছিনিয়ে নিল বার্সেলোনা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলের সমতা এলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এই সময়ের দ্বিতীয়ার্ধে জুলস কুন্দের গোলে বার্সার জয় নিশ্চিত হয়।
শনিবার (২৬ এপ্রিল) রাতে স্পেনের এস্তাদিও দে লা কার্তুজায় অনুষ্ঠিত হয় কোপা দেল রে’র ফাইনাল।
ম্যাচের প্রথম গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ২৮ মিনিটে লামিনের পাস থেকে ডি বক্সের বাইরে থেকে পেদ্রির করা বুলেট গতির শটের নাগাল পাননি কোর্ত্তয়া।
বিরতি থেকে ফিরে মাঠ দখলে নেয় রিয়াল মাদ্রিদ। প্রথম ১০ মিনিটে রিয়ালের করা চারটি বড় আক্রমণ ঠেকিয়ে দেন সেজেসনি। তবে ৭০ মিনিটে রিয়ালকে আর আটকে রাখতে পারেনি বার্সা। ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিকে সমতা আনেন কিলিয়ান এমবাপ্পে।
সমতায় ফিরে রিয়াল আক্রমণের সংখ্যা বাড়াতে থাকে। ৭৭ মিনিটে আসে রিয়ালের কাঙ্খিত গোল। টানা তৃতীয় কর্নার থেকে অঁরেলিয়ে চুয়ামেনির হেডের গোলে ২-১ গোলে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা।
পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে বার্সেলোনা সময় নিয়েছে ৭ মিনিট, ৮৪ মিনিটে গোল করে সমতা আনেন ফেরান তোরেস। ডি বক্সের বাইরের বল নিয়ন্ত্রণ নিয়ে কোর্ত্তয়াকে বোকা বানাতে ভুল করেননি স্প্যানিশ ফরোয়ার্ড।
নির্ধারিত সময়ে ২-২ গোলে কোপা দেল রে ফাইনাল অমীমাংসিত। অতিরিক্ত সময়ে সবাই যখন পেনাল্টি শুটআউটের প্রহর গুনছিলেন ঠিক তখনই গল্পের নতুন মোড়। বার্সা সমর্থকদের সেই আনন্দে ভেসে যাওয়ার মুহূর্তটি ১১৬ মিনিটে এনে দেন জুলস কুন্দে।
চলতি মৌসুমে এটি বার্সার দ্বিতীয় শিরোপা। কোপা দেল রে’র আগে স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও রিয়ালকে হারিয়েছিল বার্সা। এটি কোপা দেল রে’তে বার্সেলোনার ৩২তম শিরোপা।