শনিবার

,

২৬শে এপ্রিল, ২০২৫

অ্যাপল ও মেটাকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা ইইউর

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ডিজিটাল মার্কেটস অ্যাক্ট আইন লঙ্ঘনের অভিযোগে অ্যাপল ও মেটাকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বুধবার ইউরোপীয় কমিশন জানিয়েছে, ডিজিটাল আইন লঙ্ঘনের দায়ে আইফোন নির্মাতা অ্যাপলকে ৫০০ মিলিয়ন ইউরো ও ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটাকে ২০০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে।

২০২২ সালে পাস হওয়া এ আইনে বলা আছে, বড় কোম্পানিগুলোকে নিজেদের প্লাটফর্মে অন্য প্রতিযোগীদের সেবা বা অ্যাপ ব্যবহারের সুযোগ দিতে হবে, যেন তারা একা আধিপত্য গড়ে তুলতে না পারে। আইন লঙ্ঘনের কারণে ১০ শতাংশ পর্যন্ত বার্ষিক আয়ের সমপরিমাণ জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অ্যাপ স্টোরের বাইরে গ্রাহকদের সাশ্রয়ী দামে অ্যাপ কিনতে বাধা দেয়ার অভিযোগে এ জরিমানা করা হয়েছে অ্যাপলকে। আইফোনের জন্য যখন অ্যাপ তৈরি করা হয়, তখন অ্যাপল ডেভেলপারদের বাধ্য করা হয় সেটি শুধু তাদের অ্যাপ স্টোরের মাধ্যমে বিক্রি করতে ও ৩০ শতাংশ পর্যন্ত কমিশন দিতে।

বিবৃতিতে অ্যাপল দাবি করেছে, ইউরোপীয় কমিশন একের পর এক সিদ্ধান্ত দিয়ে অ্যাপলকে ইচ্ছাকৃতভাবে হেনস্তা করছে। এছাড়া মেটাও বলছে, ইইউর জরিমানা পক্ষপাতদুষ্ট।

জরিমানার বিরুদ্ধে দুটি কোম্পানি আপিল করার কথা জানিয়েছে।

এদিকে জরিমানার বিষয়টি আমেরিকার হোয়াইট হাউজ ‘অর্থনৈতিক চাপের নতুন কৌশল’ বলে আখ্যা দিয়েছে। এক বিবৃতিতে কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, এ ধরনের পদক্ষেপ আমেরিকার সরকার মেনে নেবে না।

দি ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, দুই কোম্পানিকে করা এ জরিমানা আমেরিকাকে ক্ষুব্ধ করতে পারে এবং দেশটির সরকার ও ইইউর মধ্যে উত্তেজনা বাড়াতে পারে, বিশেষ করে শুল্ক ও বাণিজ্য নিয়ে।