বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের রেলিগেশন পর্বের ম্যাচ হলেও ব্রাদার্স ইউনিয়ন বনাম পারটেক্স স্পোর্টিং ক্লাবের লড়াই রূপ নিয়েছিল অলিখিত ফাইনালে।
বৃহস্পতিবার মিরপুরে এই ম্যাচটি ১১৩ রানে জিতে পরবর্তী মৌসুমের জন্য ডিপিএলে টিকে রইল ব্রাদার্স। এতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের সঙ্গে প্রথম বিভাগে নেমে গেছে পারটেক্স।
দুই দলের সমীকরণ মেলানোর ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ পায় ব্রাদার্স।
মাহফিজুর ইসলাম (৯৮) ও অধিনায়ক মাইশুকুর রহমান (৫০) উদ্বোধনী জুটিতে ১২০ রান তোলেন। সেঞ্চুরির খুব কাছে গিয়েও পারেননি মাফফিজুর। তাঁর ৯৮ রানের সঙ্গে আইচ মোল্লার ৪৮ ও মিজানুর রহমানের ৪২ রানের ইনিংসে ৯ উইকেটে ২৯৪ রানের সংগ্রহ পায় ব্রাদার্স।
জবাবে ওপেনার আদিল বিন সিদ্দীকের ৭৪ বলে ৮৫ রানের ইনিংসের পরেও ১৮১ রানে গুটিয়ে যায় পারটেক্সের ইনিংস।