শনিবার

,

২৬শে এপ্রিল, ২০২৫

তিউনিসিয়া থেকে ফিরল ২১ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার তিউনিসিয়া থেকে ২১ বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার অনিয়মিত অভিবাসী হিসেবে আটকেপড়া এসব বাংলা‌দে‌শি‌কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ত্রিপোলীর বাংলা‌দেশ দূতাবাস এসব তথ‌্য জানায়।

দূতাবাস জানিয়েছে, জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় বুধবার এসব বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে৷

এদিন, তিউনিশিয়ার রাজধানী তিউনিশের তিউনিশ-কার্তাজ বিমানবন্দরে বাংলাদেশিদের বিদায় জানান দূতাবাসের মিনিস্টার (শ্রম) গাজী মো. আসাদুজ্জামান কবির৷

আসাদুজ্জামান আরো জানায়, তিউনিশিয়ার বিভিন্ন শহরে আটকে পড়া ৩২ জন বাংলাদেশির পরিচয় নিশ্চিত করে তাদের নামে ট্রাভেল পারমিট ইস্যু করা করা হয়েছে৷ সেগুলো তিউনিশিয়ার আইওএম কার্যালয়ে দেয়া হয়েছে৷

এই ৩২ জনের মধ্যে ২১ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে৷ অবশিষ্টদের দ্রুত সময়ের মধ্যে দেশে ফেরত পাঠানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দূতাবাস৷