কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার জেরে বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। তারপর পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ ঘোষণা করে নয়াদিল্লি। এক দিনের মাথায় পাকিস্তানও একই রকমের পদক্ষেপ নিল।
এবার ভারতের পাঁচের বদলে আটটি সিদ্ধান্তের কথা বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান :
১. সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত রাখার ভারতের যে সিদ্ধান্ত, তা পাকিস্তান প্রত্যাখ্যান করছে। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এটি একটি আন্তর্জাতিক চুক্তি এবং এটি একতরফাভাবে স্থগিত করা যায় না। পানি পাকিস্তানের মানুষের জাতীয় স্বার্থ। ২৪ কোটি মানুষের এই স্বার্থকে যেকোনো মূল্যে সুরক্ষিত করা হবে। সিন্ধু পানি চুক্তি অনুসারে পাকিস্তানে পানির প্রবাহ বন্ধের যেকোনো প্রচেষ্টাকে ‘যুদ্ধ’ হিসেবে দেখা হবে। সম্পূর্ণ শক্তির সঙ্গে এর জবাব দেওয়া হবে।
২. ভারতের বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন আচরণ আন্তর্জাতিক আইন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে উপেক্ষা করছে। ভারতের সঙ্গে সিমলা চুক্তিসহ সব দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত রাখার অধিকার রয়েছে পাকিস্তানেরও। যতক্ষণ না ভারত পাকিস্তানের অন্দরে সন্ত্রাসকে উসকানি দেওয়া, আন্তর্জাতিক হত্যাকাণ্ড ও আন্তর্জাতিক আইন ভাঙা বন্ধ না করছে, তত দিন চুক্তি স্থগিত থাকতে পারে।
৩. অবিলম্বে ওয়াঘা সীমান্ত বন্ধ করবে পাকিস্তান। এই পথে ভারতের সব আন্ত সীমান্ত পরিবহন বন্ধ থাকবে। যারা বৈধ অনুমোদন নিয়ে সীমান্ত পেরিয়েছে, তাদের ফিরে যাওয়ার জন্য ৩০ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হচ্ছে।
৪. সার্ক ভিসা অব্যাহতি প্রকল্পের (এসভিইএস) অধীনে ভারতীয়দের যত ভিসা পাকিস্তান দিয়েছে, তা বাতিল করা হচ্ছে। এ ক্ষেত্রে ব্যতিক্রম শুধু শিখ পুণ্যার্থীদের ভিসা। এসভিইএসের অধীনে যে ভারতীয়রা পাকিস্তানে এখন আছে, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে।
৫. ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করল পাকিস্তান। তাদের ভারতে ফিরতে হবে ৩০ এপ্রিলের মধ্যে। এই উপদেষ্টাদের সহযোগীদেরও ফিরে যেতে বলা হয়েছে।
৬. ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা কমিয়ে ৩০ করা হয়েছে।
৭. ভারতীয় মালিকানাধীন বা ভারতে নিয়ন্ত্রিত সব বিমান সংস্থার জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে।
৮. ভারতের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করে দিচ্ছে পাকিস্তান। অন্য কোনো দেশের পণ্যও পাকিস্তানের মধ্যে দিয়ে ভারতে যেতে পারবে না বা সেখান থেকে অন্য দেশে যেতে পারবে না।