শনিবার

,

২৬শে এপ্রিল, ২০২৫

আবার ব্যাট হাতে ঝড় তুললেন সৌম্য

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ইনিংসে ব্যাট হাতে পুরোটা সময় আলো ছড়িয়েছেন। সৌম্যর এমন ব্যাটিংই তো সবাই দেখতে চায়। বিকেএসপিতে আবার ব্যাট হাতে ঝড় তুলেছেন সৌম্য সরকার।

বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) সুপার সিক্সের লড়াইয়ে বিকেএসপির ৪ নম্বর মাঠে মুখোমুখি লিজেন্ডস অব রূপগঞ্জ এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ব্যাটিংয়ের শুরুতে রূপগঞ্জের দুই ওপেনার সাইফ-তামিমের দারুণ সূচনা। তবে, দিনটা ছিল সৌম্য সরকারের। ৫৮ বলেই তুলে নেন ফিফটি। এরপরই নিজের প্রভাব দেখাতে শুরু করেন বোলারদের উপর। ৯২ বলে করেন সেঞ্চুরি। তবে এখানেই শেষ করেননি। পরের ২০ বলে করেছেন ৫৩ রান।

সৌম্যের পুরো ইনিংসটা শেষ পর্যন্ত দাঁড়িয়েছে ১১২ বলে ১৫৩ রানে অপরাজিত থেকে। ১৭টি চার এবং ছয়টি ছয়ে স্ট্রাইক রেট হয় ১৩৬.৬১। সৌম্যর রেকর্ডের দিনে সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে অগ্রণী ব্যাংককে ১০৩ রানে হারিয়েছে রূপগঞ্জ।

ছয় বছর আগে এই বিকেএসপির মাঠে আবাহনী লিমিটেডের হয়ে খেলতে নেমে বাংলাদেশ প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ব্যাটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি সৌম্যর নবম সেঞ্চুরি, এর মধ্যে চারটি দেড় শ ছাড়ানো ইনিংস।

এদিকে এবারের টুর্নামেন্টে চতুর্থ সেঞ্চুরির দেখা পেয়েছেন এনামুল হক বিজয়। বুধবার মিরপুরে আবাহনী লিমিটের বিপক্ষে ১০৮ রানের ইনিংস খেলেও অবশ্য নিজের দল গাজী গ্রুপকে জেতাতে পারেননি তিনি। শাহরিয়ার কমলের ৯৬ রানের সৌজন্যে অলআউট হওয়ার আগে ২৪৯ করে আবাহনী। জবাব দিতে নামা গাজীর ইনিংস থামে ২৩৯ রানে। ১০ রানের জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

শিরোপার দৌড়ে থাকা আরেক দল মোহামেডান স্পোর্টিং ক্লাব বুধবার বিকেএসপির ৩ নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে। ২২৪ রানের লক্ষ্য তাড়ায় ৭১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন মাহমুদ উল্লাহ। তাওহিদ হৃদয় করেন ৬২ রান।