কানাডা ও ফ্রান্সের দুটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ‘দাঁড়কাক’। ইংরেজি নাম ‘র্যাভেন’।
বাংলাদেশি তরুণ চলচ্চিত্র নির্মাতা জায়েদ সিদ্দিকীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। চলতি মাসের শেষ সপ্তাহে এটি কানাডার ১৪তম সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মনট্রিয়ল এবং ফ্রান্সের ১০ম তুলুজ ইন্ডিয়ান সিনেমা ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে।
নির্মাতা জায়েদ সিদ্দিকী জানান, কানাডার মন্ট্রিয়লে ২৪ এপ্রিল থেকে ৪ মে সিনেমা হলে এবং ১-১০ মে অনলাইনে চলবে মনট্রিয়েল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৪তম আসর। সেখানে ‘দাঁড়কাক’ সিনেমাটি ২২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেবে।
অন্যদিকে, ফ্রান্সের তুলুজ ইন্ডিয়ান সিনেমা ফেস্টিভ্যালে ১৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করবে ‘দাঁড়কাক’। এটি ২৪ এপ্রিল দুপুর ২টায় প্রদর্শিত হবে।
নির্মাতা নিজেই ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন। এটি খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। আরও অভিনয় করেছেন ইকবাল হোসেন, আমিনুর রহমান মুকুল, টুনটুনি সোবহান, তাহুয়া লাবিব তুরা, ফজলুল হক, এবিএম সাইদুল হক, জেরিন আক্তার শিমুল এবং আখলাকুজ্জামান খান।সিনেমাটি প্রযোজনাও করেছেন নির্মাতা নিজেই।
সিনেমাটির প্রসঙ্গে পরিচালক জায়েদ সিদ্দিকী বলেন, ‘এই চলচ্চিত্রটি অত্যন্ত ব্যক্তিগত অনুভূতি থেকে তৈরি করা হয়েছে। আমরা আমাদের প্রবীণদের যে অবহেলা করি, তাদের জীবনে যে অসহায়ত্ব তৈরি হয় সেটাই এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা প্রত্যেকেই একদিন অপ্রাসঙ্গিক হয়ে পড়ব কিন্তু মূল্যহীন হয়ে যাব না। আমরা খুবই আনন্দিত ছবিটি ফ্রান্স ও কানাডার দুটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। সবার শুভেচ্ছা কামনা করছি।’
‘দাঁড়কাক’এখন পর্যন্ত ১০টি দেশের ১৬টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। এটি বাংলাদেশে ৬ষ্ঠ হিল ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার এবং ভারতের ১০ম শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার জিতেছে। এছাড়াও প্রশংসিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।