শনিবার

,

২৬শে এপ্রিল, ২০২৫

বিনা খরচে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দেশের সম্ভাবনাময় ফ্রিল্যান্সারদের জন্য আন্তর্জাতিক অর্থ গ্রহণের প্রক্রিয়া সহজ করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চালু করেছে বিশেষ ব্যাংকিং সেবা ‘ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট’। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই নতুন অ্যাকাউন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ডিজিটাল অর্থনীতিতে আরো শক্তভাবে সহায়তা করতেই এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। একাধিক মুদ্রায় লেনদেন, বৈদেশিক মুদ্রার রূপান্তর এবং নির্বিঘ্নে আন্তর্জাতিক লেনদেনের মতো সুবিধাও পাওয়া যাবে অ্যাকাউন্টটিতে।

অনুষ্ঠানে জানানো হয়, এই অ্যাকাউন্টের মাধ্যমে ফ্রিল্যান্সাররা ঘরে বসেই সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অ্যাকাউন্ট খুলতে পারবেন, যা খুলতে কোনও প্রাথমিক অর্থ জমা দিতে হবে না। স্ট্যান্ডার্ড চার্টার্ডের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা সহজেই ফরম সি জমা দিয়ে রেমিট্যান্স জমা করতে পারবেন।

ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ সুবিধা, যেমন:
বিদেশি মুদ্রায় আয়ের জন্য সুদবিহীন ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, যা স্থানীয় সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকবে। ফ্রিল্যান্সিং আয়ের সর্বোচ্চ ৩৫% পর্যন্ত অংশ এই অ্যাকাউন্টে রাখা যাবে এবং বাকি অর্থ টাকায় রূপান্তর হয়ে দেশীয় অ্যাকাউন্টে জমা হবে। আন্তর্জাতিক ডেবিট কার্ড ব্যবহার করে বৈধ ব্যবসায়িক ও ব্যক্তিগত ব্যয় পরিচালনা। চার্জমুক্ত স্মার্ট অ্যাকাউন্ট, বিনামূল্যে রেমিট্যান্স সার্টিফিকেট, এবং বিশেষ ছাড়ে ক্রেডিট কার্ড ও ব্যক্তিগত ঋণ সুবিধা।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড মার্কেটিং বিটপি দাস চৌধুরী বলেন, বাংলাদেশে বসে আমাদের ফ্রিল্যান্সাররা বিশ্বজুড়ে কাজ করছেন। তারা দেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা নিয়ে আসছেন। তাদের এই অবদানকে সম্মান জানাতেই আমরা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছি।

ব্যাংকের ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান ও ম্যানেজিং ডিরেক্টর, লুৎফুল হাবিব বলেন, বাংলাদেশে আমরাই প্রথম এটিএম, ডেবিট এবং ক্রেডিট কার্ড চালু করেছি। আমাদের ব্যাংকিং নেটওয়ার্ক শুধু বাংলাদেশে নয়, আফ্রিকা থেকে শুরু করে উন্নত বিশ্বজুড়ে বিস্তৃত। ফ্রিল্যান্সারদের জন্য এই অ্যাকাউন্ট আমাদের উদ্ভাবনী সেবার ধারাবাহিকতায় একটি নতুন সংযোজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ড. তানজিবা রহমান। তিনি ফ্রিল্যান্সারদের জন্য এমন যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে ধন্যবাদ জানান।

এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সফল ফ্রিল্যান্সার এবং ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।