শনিবার

,

২৬শে এপ্রিল, ২০২৫

কুইনসে নারী উদ্যোক্তাদের ঈদ পুনর্মিলনী

রাশেদ বাপ্পী
ছবি: এটিভি ইউএসএ

নিউ ইয়র্কে নারী উদ্যোক্তাদের সংগঠন ‘কুইনস বীস ইন ইউএসএ’র উদ্যোগে অনুষ্ঠিত হলো জমকালো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। সেখানে প্রবাসী নারীদের অংশগ্রহণে হয় ফ্যাশন শো, নাচ, গানসহ আনন্দময় অনেককিছু। নারীরা ভাগাভাগি করেন ঈদের আনন্দ ও স্মৃতি। ২০১৯ সালে রুমা আহমেদ ও আনিকা তাসনিমের উদ্যোগে গড়ে ওঠা সংগঠনটি নারীদের ক্ষমতায়ন ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে।

শনিবার কুইনসের একটি অভিজাত পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে ছিলো ঈদ আনন্দের এক ভিন্নমাত্রা। হাসি, আনন্দের মধ্য দিয়ে প্রবাসের ব্যস্ত জীবনে নারীরা খুঁজে পান একটু প্রশান্তি, একটু আলাদা সময়।

সংগঠনের উদ্যোক্তা রুমা আহমেদ ও আনিকা তাসনিম জানান, ২০১৯ সালে যাত্রা শুরু করা ‘কুইনস বীস ইন ইউএসএ’ শুধু একটি ফেইসবুক গ্রুপ নয়, বরং এটি নারীদের শক্তিশালী এক প্ল্যাটফর্ম। যেখানে নারী নেতৃত্ব, উদ্যোগ, আর অধিকারকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে বাঙালি কমিউনিটি।

ঈদ পরবর্তী আনন্দমুখর এমন আয়োজন করায় সংগঠনের সদস্যরা আনন্দ প্রকাশ করেন। বলেন, এই সংগঠনের ছায়ায় প্রবাসী নারীরা একে অপরের পাশে দাঁড়াবে, হয়ে উঠবে আত্মপ্রত্যয়ী ও আত্মনির্ভরশীল।

কুইনস বীস ইন ইউএসএ এমন আয়োজন প্রমাণ করে প্রবাসী বাঙালি নারীদের বুদ্ধিমত্তা আর আত্মনির্ভরশীলতা দূর পরবাসে উজ্জ্বল করছে বাংলার মুখ।