শনিবার

,

২৬শে এপ্রিল, ২০২৫

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরোপ করা শুল্ক কমানোর পাশাপাশি চীনা পণ্যের ওপর নতুন করে আর শুল্ক আরোপ করা হবে না বলেও জানিয়েছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে গণমাধ্যমকে ট্রাম্প এসব কথা বলেন।

চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য আলোচনা বর্তমানে অচল অবস্থায় থাকলেও ট্রাম্প দাবি করেন, শুল্ক নিয়ে বেইজিং বেশ কয়েকবার যোগাযোগ করেছে। তবে এসব আলাপের প্রকৃতি নিয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

এ সময় তিনি ইউরোপের সঙ্গে বাণিজ্য চুক্তি করার সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও একটি চুক্তি ৯০ দিনের মধ্যে সম্পন্ন হতে পারে।

ট্রাম্প সম্প্রতি অনেক দেশকে নতুন উচ্চহারের শুল্ক থেকে ৯০ দিনের জন্য রেহাই দিলেও চীনের পণ্যে শুল্ক আরো বাড়িয়েছেন। চীনের পণ্যে শুল্ক বর্তমানে ১৪৫ শতাংশ এবং চীনও পাল্টা আমেরিকার পণ্য আমদানিতে ১২৫ শতাংশ শুল্কারোপ করে রেখেছে।

এ পরিস্থিতির মধ্যেই চীনের সঙ্গে ভালো বাণিজ্য চুক্তি করার আশা প্রকাশ করেছেন ট্রাম্প। চীনের ওপর শুল্ক আর বাড়াবেন না বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, ‘আমি আরো বেশি শুল্কের পথে যেতে চাই না। আমি হয়তো আরো কমের দিকে যেতে চাইতে পারি। নইলে এক পর্যায়ে মানুষ আর কিছু কিনবে না। আপনারা চান মানুষ পণ্য কিনুক।’

ট্রাম্প আরো বলেন, ‘সবাই চুক্তি করতে চায়। তারা যদি চুক্তি না করে আমরাই তাদের জন্য চুক্তি তৈরি করে দেব।’

আমেরিকা ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ ঘিরে অস্থিতিশীল বিশ্ব বাজার। পাল্টাপাল্টি শুল্ক আরোপে অস্বস্তিতে রয়েছেন দুই দেশের ব্যবসায়ীরাও।