শনিবার

,

২৬শে এপ্রিল, ২০২৫

আমেরিকা-ইরানের দ্বিতীয় দফার আলোচনা হবে রোমে

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনা ১৯ এপ্রিল রোমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আমেরিকার নিউজ পোর্টাল অ্যাক্সিওস।

নিউজ পোর্টালটির সাংবাদিক বারাক রভিদ এক্স-এ পোস্টে উল্লেখ করেছেন, তিনটি সূত্র আমাকে জানিয়েছে, আগামী শনিবার রোমে আমেরিকা-ইরান পারমাণবিক আলোচনার দ্বিতীয় দফা অনুষ্ঠিত হতে চলেছে।

অ্যাক্সিওসের মতে, ইরান নীতি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দ্বিধাবিভক্ত। কিছু কর্মকর্তা শান্তি-ভিত্তিক সমাধানের পক্ষে, যার প্রতিনিধিত্ব করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের বিশেষ দূত স্টিভেন উইটকফ এবং পেন্টাগন প্রধান পিট হেগসেথ। তারা যারা বিশ্বাস করেন, এই চুক্তির জন্য ওয়াশিংটনের সম্ভাব্য ছাড়সহ একটি কূটনৈতিক সমাধান প্রয়োজন।

অন্য গ্রুপে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। তারা ওয়াশিংটনের সাথে চুক্তি করলেও তেহরানের পারমাণবিক কর্মসূচি হ্রাস করার সম্ভাবনা নিয়ে অত্যন্ত সন্দিহান। তারা মনে করেন, তেহরান এখন আগের চেয়েও দুর্বল, এবং আমেরিকার উচিত তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে পরিত্যাগ করার জন্য জোর দেওয়া। যদি তারা অস্বীকৃতি জানায়, তাহলে তারা দেশটির ওপর আমেরিকান বা ইসরায়েলি হামলাকে সমর্থন করে।

এর আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ইসমাইল বাঘি বলেছিলেন, পরবর্তী দফা আলোচনা ১৯ এপ্রিল ওমানের রাজধানীতে অনুষ্ঠিত হবে।

এদিকে, ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্পও বলেছেন, পরবর্তী আলোচনা রোমে অনুষ্ঠিত হতে পারে।

এর আগে শনিবার ওমানের আলোচনাটি ছিল ইরান ও ট্রাম্প প্রশাসনের প্রথম বৈঠক। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে দুই পক্ষের মধ্যে সরাসরি বৈঠক হয়নি। ইরানের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং আমেরিকার প্রতিনিধিত্ব করেন বিশেষ দূত স্টিভেন উইটকফ।
কর্মকর্তারা জানান, ‘অনুকূল, শান্ত ও ইতিবাচক পরিবেশে’ এই বৈঠক শেষ হয়।