অন্যায্য বাণিজ্য ভারসাম্যের কারণে কেউই রেহাই পাবে না বলে সতর্ক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি আরো শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন।
এর আগে অবশ্য শুক্রবার হোয়াইট হাউজ চীন থেকে স্মার্টফোন ও কম্পিউটার আমদানির ওপর শুল্ক প্রত্যাহার করে নেয়। তবে সোশ্যাল ট্রুথে এক পোস্টে এটিকে সাময়িক পদক্ষেপ এবং একই সঙ্গে নতুন করে শুল্ক আরোপের পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে চীনা কর্মকর্তারা শুল্ক সম্পূর্ণ বাতিলের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহবান জানিয়েছেন। তারা ‘ভুল সংশোধনে বড় পদক্ষেপ’ নেওয়ার জন্য আমেরিকাকে অনুরোধ করেন।
চীনের প্রেসিডেন্ট শি চিনপিং দক্ষিণ পূর্ব এশিয়ার তিনটি বড় ‘উৎপাদক দেশে’ সফরে অংশ হিসেবে ভিয়েতনামে গেছেন এবং তিনি আরো আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
ভিয়েতনামের একটি সংবাদপত্রে একটি লেখায় শি চিনপিং চীন ও ভিয়েতনামকে বন্ধুভাবাপন্ন সমাজতান্ত্রিক প্রতিবেশী হিসেবে আখ্যায়িত করেন, যারা একই আদর্শ ও কৌশলগত স্বার্থের অংশীদার।
তিনি তার আগের মন্তব্যের পুনরাবৃত্তি করে বলেছেন, বাণিজ্য যুদ্ধ ও শুল্ক যুদ্ধ কাউকে জয়ী করবে না এবং সুরক্ষাবাদ দিয়ে কোথাও পৌঁছনো যাবে না। তবে তিনি আমেরিকার নাম উল্লেখ করেননি।
এদিকে প্রযুক্তি পণ্যের ওপর আমেরিকার শুল্ক প্রত্যাহারের পর চীন ও হংকংয়ে শেয়ারের দাম বেড়েছে। এর বাইরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্য জায়গা, বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াতেও সোমবার সকাল নাগাদ আর্থিক বাজারগুলোয় দাম বৃদ্ধি হতে দেখা গেছে।