পহেলা বৈশাখে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আসছে জাকিয়া বারী মমর ওয়েব সিরিজ ‘ননসেন্স’। শহরকেন্দ্রিক পরিবারের গল্পের ছয় পর্বের এ সিরিজের নির্মাতা রাকেশ বসু।
শুক্রবার বিকেলে সিরিজটি প্রকাশ উপলক্ষ্যে শিল্পকলার জাতীয় চিত্রশালায় এক প্রেস মিটের আয়োজন করা হয়। এতে ‘ননসেন্স’ সিরিজের শিল্পী ও কলা কুশলীরা উপস্থিত ছিলেন।
নির্মাতা রাকেশ বসু বলেন, ‘এটা কোনো ডার্ক ঘরানার গল্প নয়, একই অ্যাপার্টমেন্টে থাকা দুইটি ভিন্ন চিন্তাধারার দুইটি পরিবারের গল্প।
গল্পটি শুরু হয় মধ্যবিত্ত পরিবারের এক ব্যক্তিকে ঘিরে। যার মধ্যে বর্তমান সমাজের প্রতিচ্ছবি রয়েছে। যিনি সবার মন যুগিয়ে চলতে চলতে পছন্দ করেন। হঠাৎ করে কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। কেন সেই দ্বন্দ্ব এবং কী সেই ঘটনা সেই গল্পই দেখা যাবে সিরিজে।’
নির্মাতা আরও বলেন,‘পারিবারিক গল্পের সিরিজ এটি। নাটকে তো অনেক বিষয় থাকে আমরা দেখাতে পারি না। ওয়েব সিরিজে আমরা তা তুলে ধরতে পারি। এই গল্পটা দর্শকের পছন্দ হবে বলে আমি মনে করছি।’
২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে আসেন মম। ২০০৭ সালে তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে অভিষেক হয় চিত্রনায়িকার।
চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও তিনি প্রিয়মুখ। মমর নতুন ওয়েব সিরিজের অভিনয় দেখার জন্য মুখিয়ে আছেন তার অনুরাগীরা।
সিরিজটিতে আরো অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, আইশা খান, নাজিবা বাশার, মিলি বাশার, টনি মাইকেল গোমেজ প্রমুখ।