শনিবার

,

২৬শে এপ্রিল, ২০২৫

নিউ ইয়র্কে ‘পুলিশ অ্যাপ্রিসিয়েশন ইভেন্ট’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সাহসী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাতে নিউ ইয়র্কে তুরস্কের কনসাল জেনারেলের আয়োজনে ‘পুলিশ অ্যাপ্রিসিয়েশন ইভেন্ট’ অনুষ্ঠিত হয়েছে।  কূটনৈতিক প্রতিনিধি, সম্প্রদায়ের নেতা এবং পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে একত্রিত হয়ে নিউ ইয়র্ক শহরের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুরুষ ও নারীদের প্রতি সম্মান জানান।

এই অনুষ্ঠানটি ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর প্রতিদিনের ত্যাগ ও দায়িত্ব পালনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি প্রতীক। এতে স্থানীয় ও ফেডারেল সংস্থার প্রতিনিধি, এনওয়াইপিডির সদস্য এবং বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তুরস্কের কনসাল জেনারেল বলেন, “আজ আমরা তাদের প্রতি সম্মান জানাচ্ছি, যারা প্রতিদিন সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে আমাদের সুরক্ষা দেন। এই আয়োজন তাদের নিরলস পরিশ্রম এবং জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের একটি ছোট প্রয়াস।”

অনুষ্ঠানে আগত অতিথিরা এমন একটি উদ্যোগের প্রশংসা করেন এবং জানান, দায়িত্ব পালনের সময় ও ব্যক্তিগত জীবনে পুলিশের যে আত্মত্যাগ তা স্বীকৃতি পাওয়ার যোগ্য। অনুষ্ঠানে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের আবহে তুর্কি কনস্যুলেট ও নিউ ইয়র্কের আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে শক্তিশালী সম্পর্কের প্রতিফলন ঘটে।

শহীদ পুলিশ সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে এবং পারস্পরিক সহযোগিতা, নিরাপত্তা ও সাংস্কৃতিক সম্প্রীতির প্রতি নতুন করে অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।