রবিবার

,

২৭শে এপ্রিল, ২০২৫

প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ জয় করলেন ডা. বাবর

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দশম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা-১-এ বাংলাদেশের পতাকা ওড়ালেন পর্বতারোহী ডা. বাবর আলী। এর আগে তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করেছেন।

নেপালের গ্লকি প্রদেশে অবস্থিত অন্নপূর্ণা-১-এর উচ্চতা ২৬ হাজার ৫৪৫ ফুট বা আট হাজার ৯১ মিটার।

সোমবার অন্নপূর্ণা-১ জয়ের খবরটি নিশ্চিত করেছেন এ অভিযানের আয়োজক সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্সের সভাপতি ও অভিযান ব্যবস্থাপক ফারহান জামান। তিনি জানান, সোমবার ভোরে অন্নপূর্ণা-১-এর চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান বাবর আলী।

অভিযানের আউটফিটার মাকালু অ্যাডভেঞ্চারের স্বত্বাধিকারী মোহন লামসালের মাধ্যমে তিনি এ খবর পান।

এদিকে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের ফেসবুক পোস্টে বলা হয়, ‘বঙ্গসন্তান বাবরকে ক্ষণিকের জন্য নিজের চূড়ায় দাঁড়াতে দিয়েছে অন্নপূর্ণা। বিশ্বের দশম শীর্ষ পর্বত এবং অন্যতম কঠিন পর্বত ২৬ হাজার ৫৪৫ ফুট উচ্চতার অন্নপূর্ণা-১-এর শীর্ষে প্রথমবার উড়ল আমাদের লাল-সবুজের পতাকা।’

পর্বতের চূড়ায় ওঠার চেয়ে নামা বেশি ঝুঁকিপূর্ণ এবং ওই এলাকা বিপত্সংকুল হওয়ায় বাবরের নিরাপদ অবতরণের জন্য সবাইকে প্রার্থনা করার অনুরোধ করা হয়েছে ভার্টিক্যাল ড্রিমার্সের ফেসবুক পোস্টে।

ফারহান জামান বলেন, ‘আমরা জানতে পেরেছি, বাবর আলী সুস্থ অবস্থায় ক্যাম্প-৩-এ নেমে এসেছেন। তবে যুদ্ধ এখানেই শেষ নয়। বাবরকে নেমে আসতে হবে ক্যাম্প-২-এর নিরাপত্তায়। আর মঙ্গলবার নামতে হবে বেজক্যাম্পে।

জানা যায়, অন্নপূর্ণা-১ অভিযানের জন্য বাবর আলী বাংলাদেশ থেকে নেপালে যান গত ২৪ মার্চ। প্রস্তুতিমূলক কাজ শেষ করে ২৬ মার্চ নেপালের কাঠমাণ্ডু থেকে আকাশপথে যান পোখারা। এরপর কিছু পথ গাড়িতে ও বাকি পথ হেঁটে ২৮ মার্চ পৌঁছান বেজক্যাম্পে।

পেশায় চিকিৎসক বাবরের লক্ষ্য বিশ্বের ১৪টি আট হাজারি শৃঙ্গের সব কটিতেই লাল-সবুজের পতাকা ওড়ানো। ২০২৪ সালে এভারেস্ট ও লোৎসে পর্বত জয় করেছেন। এর আগে ২০২২ সালে অন্যতম টেকনিক্যাল চূড়া আমা দাবলামের শীর্ষ স্পর্শ করেছেন তিনি।

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার নজুমিয়া হাটের লেয়াকত আলী ও লুত্ফুন্নাহার বেগমের দ্বিতীয় সন্তান বাবর চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ৫১তম ব্যাচের ছাত্র ছিলেন।