মঙ্গলবার

,

২৯শে এপ্রিল, ২০২৫

অন্নপূর্ণা-১ জয় করতে চান এভারেস্টজয়ী বাবর

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

গত বছর বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও চতুর্থ উচ্চতম পর্বত মাউন্ট লোৎসে জয়ের পর এবার পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা-১ জয় করতে নেপাল যাচ্ছেন বাংলাদেশের পর্বতারোহী ডা. বাবর আলী।

বাবর আলী সফলভাবে অন্নপূর্ণা-১ শৃঙ্গ ছুঁতে পারলে এটি হবে তার তৃতীয় ৮ হাজার মিটারের পর্বত অভিযান। এর আগে তিনি মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লোৎসে সফলভাবে আরোহণ করেছেন।

বিশ্বের অন্যতম ‘বিপজ্জনক শৃঙ্গ’ অন্নপূর্ণা-১-এ এটিই হতে চলেছে বাংলাদেশ থেকে প্রথম অভিযান।

শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযানের আয়োজক প্রতিষ্ঠান ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ বিস্তারিত জানায়। এই অভিযানে পৃষ্ঠপোষক হিসেবে বাবরের পাশে দাঁড়িয়েছেন ফ্লাইট এক্সপার্ট ও এভারেস্ট ফার্মাসিউটিক্যাল।

সংবাদ সম্মেলনে বাবর বলেন, ‘এভারেস্ট-লোৎসে অভিযানের পর থেকেই বিশ্বের ১৪টি আট হাজার মিটার পর্বত আরোহণের ইচ্ছা পোষণ করছি আমি। অন্নপূর্ণা-১ অভিযান সে লক্ষ্যের দিকে আরও একটি পদক্ষেপ। ধীরে ধীরে বাকি পর্বতগুলোর চূড়া ছুঁতে চেষ্টা করব।

অভিযান শুরুর জন্য বাবর আলী নেপালের উদ্দেশে দেশ ছাড়বেন সোমবার। নেপালের গ্লকি প্রদেশে অবস্থিত অন্নপূর্ণা-১-এর উচ্চতা ২৬ হাজার ৫৪৫ ফুট বা আট হাজার ৯১ মিটার।

পুরো অভিযানে সময় লাগবে প্রায় ৪০ দিন। আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময়েই চূড়ায় আরোহণ হতে পারে বলে জানিয়েছেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান।