রবিবার

,

২৭শে এপ্রিল, ২০২৫

আমেরিকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে নিহত ৪২

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকায় টর্নেডোর তাণ্ডবে সাত অঙ্গরাজ্যে এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। আমেরিকার গণমাধ্যমসূত্রে এ তথ্য জানা গেছে।

টর্নেডোর আঘাতে মিসৌরিতে ১২ জন নিহত হয়েছেন। কানসাসে ৮ জন এবং মিসিসিপিতে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। টর্নেডো এখন অগ্রসর হচ্ছে পূর্ব দিকে। নর্থ ক্যারোলাইনা আর ভার্জিনিয়ার জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে ওকলাহোমায় জ্বলছে ভয়াবহ দাবানল। আগামী কয়েকদিন এ দাবানলের জন্য ৪ কোটিরও বেশি আমেরিকানকে সতর্ক অবস্থায় থাকার জন্য বলা হয়েছে। তীব্র বাতাস এবং কম আর্দ্রতার আশঙ্কার কারণে টেক্সাস থেকে সাউথ ডাকোটা পর্যন্ত আগুনের ঝুঁকির জন্য লাল পতাকা সতর্কতা জারি করা হয়েছে।

এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্ক পেইজে বলেছেন, আমেরিকার দক্ষিণ ও মধ্য-পশ্চিমের অনেক রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী এই টর্নেডো ও ঝড়কে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রাকৃতিক দুর্যোগটিতে ৩৬ জন প্রাণ হারিয়েছেন ও আরো অনেক আহত হয়েছেন। এতে বহু স্থাপনা বিধ্বস্ত হয়েছে।

তিনি আরও বলেন, আরকানসাসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। আমার প্রশাসন রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সহায়তা করতে প্রস্তুত। তারা স্থানীয়দের ক্ষয়-ক্ষতি থেকে পুনরুদ্ধারের চেষ্টায় সহায়তা করছেন।

আমেরিকার সংবাদমাধ্যমের মতে, প্রাকৃতিক দুর্যোগটি আলাবামা, আরকানসাস, মিসৌরি, কানসাস, মিসিসিপি, ওকলাহোমা ও টেক্সাস রাজ্যের বাসিন্দাদের ওপর আঘাত হেনেছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের আগের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি শক্তিশালী ঝড় আমেরিকার ওপর দিয়ে বয়ে গেছে- যা টর্নেডো, ধুলো ঝড় ও ১০০টিরও বেশি দাবানল সৃষ্টি করেছে। ১০ কোটিরও বেশি লোক বাস করে এমন বিস্তৃত অঞ্চল ঘিরে ঝড়টি বয়ে গেছে।