সোমবার

,

১৪ই জুলাই, ২০২৫

মুক্তির অপেক্ষায় অপূর্ব-তটিনীর ‘ফিরে আসা’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নাটকপ্রেমী দর্শকের কাছে জুটি হিসেবে অপূর্ব-তটিনী জুটি গ্রহণযোগ্যতা পেয়েছে। এর মধ্যে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব দর্শকের কাছে সুপরিচিত। অন্যদিকে বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে তানজিম সাইয়ারা তটিনী বেশ ভালো করেছে। ঈদের আগে এ দুই অভিনয়শিল্পী জুটি বেঁধেছে একটি নাটকে। নাম ‘ফিরে আসা’।

নাটকটির পরিচালনা করেছেন রুবেল হাসান। যার গল্প ভাবনা অপূর্বর। রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন।

নির্মাতা সূত্রে জানা যায়, ১৫ জুন নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘একই সময়ে পরপর দুটি নাটকে অভিনয় করেছিলাম। দুটি নাটকই মূলত দর্শকের যেন ভালো লাগে সেই ভাবনা থেকে গল্প নিয়ে ভাবা। পুরো ইউনিট অনেক শ্রম দিয়েছে। আর আমার শতভাগ চেষ্টাতো থাকেই সবসময়। তটিনী আগের চেয়ে অনেক ইমপ্রুভ করেছে। একটি কাজতো এরইমধ্যে অনেক সাড়া ফেলেছে। আশা করছি ফিরে আসাও দর্শকের মধ্যে সাড়া ফেলবে।’

তটিনী বলেন, ‘অপূর্ব ভাইয়া খুবই সাপোর্টিভ মানুষ। তারসঙ্গে অভিনয় করলে অভিনয়ে স্কুলিংটা খুব ভালো হয়। পরপর দুটি নাটকে অভিনয় করেও আমি অভিনয়ে নতুন আরো অনেক কিছু র্শিখতে পেরেছি।’

অপূর্ব ও তটিনীকে নিয়ে মেধাবী নাট্যনির্মাতা রুবেল হাসান প্রথম নির্মাণ করেছিলেন নাটক ‘বহিরাগত’।