সোমবার

,

১৪ই জুলাই, ২০২৫

ইরানে ইসরায়েলি হামলায় তেলের দাম বাড়ল ৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইরানে ইসরায়েলি হামলার পর শুক্রবার বিশ্ববাজারে তেলের দাম ৯ শতাংশ বেড়েছে, যা প্রায় পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। এই পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা।

অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি গাড়িতে তেল ভরার খরচ থেকে শুরু করে সুপারমার্কেটের খাবারের দাম পর্যন্ত সব কিছুকেই প্রভাবিত করে।

সৌদি আরব সময় শুক্রবার সকাল ৬টা নাগাদ অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৬.২৯ আমেরিকান ডলার বা ৯.০৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৫.৬৫ ডলারে দাঁড়িয়েছে, যা ২৭ জানুয়ারি থেকে সর্বোচ্চ। আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৬.৪৩ ডলার বা ৯.৪৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৪.৪৭ ডলারে দাঁড়িয়েছে, যা ২১ জানুয়ারি থেকে সর্বোচ্চ।

বিশ্লেষকরা বলেছেন, তেল ব্যবসায়ীরা এখন লক্ষ রাখবেন, আগামী দিনে সংঘাত কতটা তীব্র হয়। সিঙ্গাপুরের বেশ কয়েকজন তেল ব্যবসায়ী বলেছেন, ইরানে ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যের তেল সরবরাহের ওপর প্রভাব ফেলবে কি না তা এখনই বলা কঠিন, তবে সম্ভবত হরমুজ প্রণালি বন্ধ হওয়ার আশঙ্কায় সবাই উদ্বিগ্ন। কেননা, বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি তেল এই পথ দিয়েই সরবরাহ হয়। এছাড়া ইরান কিভাবে প্রতিশোধ নেবে এবং আমেরিকা হস্তক্ষেপ করবে কি না তার ওপর বিষয়টি নির্ভর করবে।