সোমবার

,

১৪ই জুলাই, ২০২৫

লস অ্যাঞ্জেলেসে ডেমোক্র্যাট সিনেটরকে মাটিতে ফেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ধাক্কা দিয়ে মাটিতে ফেলে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট সিনেটর অ্যালেক্স প্যাডিলাকে গ্রেফতার করে হ্যান্ডকাফ পরায় নিরাপত্তা এজেন্টরা।

লস অ্যাঞ্জেলেসে হোমল্যান্ড সিকিউরিটির সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে প্রশ্ন তুলতেই এ ঘটনা ঘটে। নিজের পরিচয় দিয়ে প্রশ্ন করতে চাইলেই এজেন্টরা জোরপূর্বক তাকে কক্ষ থেকে সরিয়ে নেন। বৃহস্পতিবার ঘটনাটির ভিডিও প্যাডিলা নিজেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেন, যা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও নিন্দা।

ভিডিওত দেখা যায়, তিনজন নিরাপত্তা এজেন্ট প্রথমে তাকে জোর করে ফ্লোরের দিকে ঠেলে দেন, তারপর তাকে শুইয়ে পেছনে হাত নিয়ে হ্যান্ডকাফ পরান। ভিডিওর সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে না পারলেও, ঘটনার তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে।

জানা গেছে, সংবাদ সম্মেলনে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে অভিবাসনবিরোধী অভিযানের পক্ষে বক্তব্য দিচ্ছিলেন। ঠিক তখনই প্যাডিলা নিজের পরিচয় দিয়ে বলেন, “আমি সিনেটর অ্যালেক্স প্যাডিলা। আমার সেক্রেটারির কাছে একটি প্রশ্ন আছে।” এতেই যেন ক্ষুব্ধ হয়ে ওঠেন নিরাপত্তা কর্মীরা। একপর্যায়ে প্যাডিলাকে বলতে শোনা যায়, “দূরে থাকো।”

সিনেটর চাক শুমার, অ্যাডাম শিফসহ শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট নেতারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে একে ‘গণতন্ত্রের জন্য ভয়ানক বার্তা’ হিসেবে অভিহিত করেন এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলেন।

অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেটরের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত না হওয়ায় নিরাপত্তাকর্মীরা ‘প্রোটোকল অনুযায়ী’ পদক্ষেপ নিয়েছেন।

লস অ্যাঞ্জেলেসে গত কয়েক দিন ধরে অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই সেখানে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা। হোয়াইট হাউসের বক্তব্য, সেনাদের এই মোতায়েন মূলত ফেডারেল ভবন ও আইস এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ঘটনাটি শুধু ক্যালিফোর্নিয়াতেই নয়, গোটা আমেরিকাজুড়ে নতুন করে অভিবাসন নীতির বিরুদ্ধে বিতর্ক উসকে দিয়েছে।