বাংলাদেশের সিনেমা প্রিয় দর্শকদের মন জয় করে এবার ইউরোপ-আমেরিকার অর্ধশত হলে মুক্তি পেতে যাচ্ছে ‘তান্ডব’। এ উপলক্ষে মঙ্গলবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে প্রেসমিট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকায় ছবিটির পরিবেশক, বায়োস্কপ ফিল্মসের কর্ণধার রুবনা রশীদ খান।
তান্ডবের মাধ্যমে বায়োস্কপ ফিল্মস তার ৫০তম চলচ্চিত্র পরিবেশনার গৌরবময় সম্মান অর্জন করায় কেক কেটে উদযাপন করা হয় এই বিশেষ মাইলফলক। আগামী ১৩ জুন নিউ ইয়র্কের কিউ গার্ডেন সিনেমা হলে প্রদর্শিত হতে যাচ্ছে সিনেমাটি। একই সঙ্গে ইউরোপ, আমেরিকা ও কানাডার অর্ধশত সিনেমা হলেও প্রদর্শিত হবে ‘তান্ডব’।
শুধুই একটি চলচ্চিত্র নয় ‘তান্ডব’, এটি একদিকে যেমন বায়োস্কপের সুবর্ণযাত্রার স্মারক, তেমনি শাকিব খানের ২৬ বছরের অভিনয় জীবনেরও গুরুত্বপূর্ণ অধ্যায়। রায়হান রাফি পরিচালিত এই ছবিটি ইতোমধ্যেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে রেকর্ড ভেঙে দিয়েছে। এবার ছবিটি ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন শহরে।
ঈদুল আজহায় বাংলাদেশে ছবিটি দেড় শতাধিক হলে মুক্তি পায়। এবারের ঈদের সবচেয়ে বড় বাজেট ও তারকাবহুল ছবি হিসেবে বিবেচিত ‘তান্ডব’। শাকিব খানের সঙ্গে পর্দায় রয়েছেন আফজাল হোসেন, জয়া আহসান, সিয়াম আহমেদ, সাবিলা নূর, ফজলুর রহমান বাবু, সুমন আনোয়ারসহ আরও অনেকে।
‘পরাণ’, ‘সুড়ঙ্গ’ আর ‘তুফান’-এর ব্লকবাস্টার যাত্রার পর এবার ‘তান্ডব’—রায়হান রাফির আরেক নতুন চ্যালেঞ্জ। বাঙালিদের জন্য এটি যেন হয় আরেকটি গর্বের অধ্যায় এ প্রত্যাশাই এখন সবার।