ভারতের আহমেদাবাদে বৃহস্পতিবার লন্ডনগামী একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে ২৪২ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।
এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ২৪২ আরোহীর কেউ বেঁচে নেই বলে জানিয়েছিলেন আহমেদাবাদের পুলিশ কমিশনার জি এস মালিক।
তবে কিছুক্ষণ পর জানা যায়, বিমান দুর্ঘটনায় রমেশ বিশ্বাস কুমার নামে এক যাত্রীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) রাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন এ তথ্য জানােনা হয়।
আহমেদাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদের বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়।
এ ঘটনাকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ বলে বলে উল্লেখ করেছে সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
ভারতের বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু এ দুর্ঘটনায় ‘স্তম্ভিত ও মর্মাহত’ হয়েছেন বলে মন্তব্য করেছেন।
এএফপি’র একজন সাংবাদিক জানান, আহমেদাবাদ বিমানবন্দরের ওপর দিয়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত বিমানটিতে দুইজন পাইলট ও ১০ জন কেবিন ক্রুসহ মোট ২৪২ জন আরোহী ছিলেন।
ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন জানায়, বিমানটি একটি ‘মেডে’ (জরুরি সহায়তা) সংকেত পাঠানোর পরপরই বিধ্বস্ত হয়। বিমানটি বিমানবন্দরের সীমানার বাইরে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।
বৃহস্পতিবার (১২ জুন) দুুপুর ১টা ৩৮ মিনিটে বিমানটি আমদাবাদ থেকে উড্ডয়ন করে। উড়ার কিছুক্ষণের মধ্যেই এটি ভেঙে পড়ে একটি চিকিৎসকদের হোস্টেলের উপর।
এয়ার ইন্ডিয়ার বিমানটি যে মেডিকেল কলেজের ছাত্রাবাসের উপর বিধ্বস্ত হয়েছিল সেই হোস্টেলের ৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
আহমেদাবাদ পুলিশ কমিশনার জি.এস. মালিক বলেন, ‘আমরা একজন যাত্রীকে জীবিত উদ্ধার করেছি। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।’
বিমান পরিবহণমন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু বলেন, বিমান চলাচল ও জরুরি সেবা সংশ্লিষ্ট সব সংস্থাকে দ্রুত ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। চিকিৎসা সহায়তা ও ত্রাণ কার্যক্রম চালাতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। বিমানে থাকা সকল আরোহী ও তাদের পরিবারের প্রতি আমার প্রার্থনা ও সহানুভূতি রইল।
এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
এয়ার ইন্ডিয়া চেয়ারম্যান নাটরাজন চন্দ্রশেখরন এক বিবৃতিতে বলেন, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে,, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী বিমানটি একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে।
তিনি আরও বলেন, এ ভয়াবহ দুর্ঘটনার শিকার সকল আরোহী ও তাদের স্বজনদের প্রতি আমরা আমাদের গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি।
এয়ার ইন্ডিয়া চেয়ারম্যান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য একটি জরুরি সহায়তা কেন্দ্র ও তথ্য সেবা দল গঠন করা হয়েছে।