আমেরিকার সব সামরিক ঘাঁটিই ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে। তিনি বলেছেন, ‘যদি কোনো সংঘাত বাধে, তাহলে আমেরিকাকে এ অঞ্চল ছেড়ে চলে যেতে হবে।
বুধবার তেহরানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খবর বার্তা সংস্থা মেহের’র।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে কিছু দেশের হুমকির প্রসঙ্গে আজিজ নাসিরজাদে বলেন, ‘আমি ইরানবাসী এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলছি—আল্লাহর ইচ্ছায় আলোচনার মাধ্যমে সমাধান আসবে। তবে যদি আলোচনা ব্যর্থ হয় এবং আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি আমাদের চেয়ে বহুগুণ বেশি হবে’।
তিনি আরও বলেন, ‘সংঘাত হলে আমরা আমেরিকার সব ঘাঁটিতে হামলা চালাবো, সেগুলো যেসব দেশে অবস্থিত, সে দেশগুলোর কথা বিবেচনা না করেই’।
প্রতিরক্ষা সক্ষমতা প্রসঙ্গে ইরানী প্রতিরক্ষামন্ত্রী জানান, ইরান সম্প্রতি সফলভাবে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যার ওয়ারহেড ছিল দুই টনের।
তিনি যোগ করেন, ‘আমরা প্রতিরক্ষা খাতে খুব ভালো অগ্রগতি অর্জন করেছি। আমাদের অপারেশনাল বাহিনী সম্পূর্ণভাবে সজ্জিত’।
সমর বিশ্লেষকদের মতে, সম্প্রতি চালানো ওই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ইরানের সামগ্রিক সামরিক প্রস্তুতি ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিরই অংশ। যা চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচিত।