সোমবার

,

১৪ই জুলাই, ২০২৫

বেপরোয়া গাড়ি চালিয়ে হামলার চেষ্টায় ওমানে বাংলাদেশি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ওমানে বিপজ্জনক ও উদ্দেশ্যমূলকভাবে গাড়ি চালিয়ে স্বদেশীর ওপর হামলা চেষ্টার অভিযোগে এক প্রবাসী বাংলাদেশিকে আটক করেছে রয়েল ওমান পুলিশ।

এক বিবৃতিতে ওমান পুলিশ জানায়, ঘটনার গুরুত্ব বিবেচনা করে সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয় এবং সন্দেহভাজনকে শনাক্ত করে গ্রেফতার করে।

পুলিশ আরও জানায়, অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তারই দেশের কয়েকজন লোককে (বাংলাদেশি) লক্ষ্য করে গাড়ি চালানোর চেষ্টা করেছিলেন, যা জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

হামলার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে জনমনে ভীতির সঞ্চার হয়। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন এবং পথচারীদের জীবন ঝুঁকির মুখে ফেলছেন।

বর্তমানে আটক অভিযুক্ত বাংলাদেশির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

রয়েল ওমান পুলিশ সকলকে আহ্বান জানিয়েছে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সচেতন থাকার এবং প্রয়োজনীয় তথ্য কর্তৃপক্ষকে জানানোর জন্য।