সোমবার

,

১৪ই জুলাই, ২০২৫

আগের সব হাসপাতালে আবার চালু হচ্ছে করোনা পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ভারত ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্তের হার বাড়ছে। তাই দেশে করোনা সংক্রমণ যাতে না বাড়ে, সেজন্য নেয়া হয়েছে বেশকিছু পদক্ষেপ।

দেশে করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকায়, হাসপাতালগুলোতে সীমিত পরিসরে করোনা পরীক্ষার ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

যেসব হাসপাতালে আরটি পিসিআর ল্যাব রয়েছে, সেখানেই এই পরীক্ষা শুরু করা হবে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশীদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, স্থানীয় কোম্পানিগুলো থেকে পরীক্ষার কিট সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি বিদেশ থেকেও কিট আমদানির জন্য সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি)-কে নির্দেশনা দেওয়া হয়েছে।

হালিমুর রশীদ আরো বলেন, আমরা আশা করছি, আগামী ১০ দিনের মধ্যে আগের সব হাসপাতালে করোনা পরীক্ষার ব্যবস্থা আবার চালু করা যাবে- তবে তা সীমিত পরিসরে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের করোনা উপসর্গ থাকবে, পরীক্ষা শুধু তাদের জন্যই চালু করা হবে। সংক্রমণের হার যদি আরও বাড়ে, তাহলে পরীক্ষার পরিধিও বাড়ানো হবে।

তবে, বাংলাদেশে করোনা ভাইরাসের শনাক্তের হার বাড়েনি। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে পাওয়া বুধবারের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল) ১০৭ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়। এ সময়ের আগের ২৪ ঘণ্টায় ১০১ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন, তারও আগের ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়।

পরিস্থিতি হাতের নাগালে রাখতে অধ্যাপক ডা. রশীদ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। জনগণকে মাস্ক পরা, হাত ধোয়ার পাশাপাশি উপসর্গ দেখা দিলে ঘরে থাকার আহ্বান জানান তিনি।