চলতি বছর ঈদুল আজহায় সারাদেশে ৯১ লাখ ৩৬ হাজারের বেশি পশু কোরবানি হয়েছে। এর মধ্যে গরু ও ছাগলের সংখ্যা সবচেয়ে বেশি। প্রাণিসম্পদ অধিদপ্তরের ঈদপরবর্তী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, এবার ঈদে ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশু কোরবানি হয়েছে। যার মধ্যে গরু ও মহিষ ৪৭ লাখ ৫ হাজার ১০৬টি, ছাগল ও ভেড়া ৪৪ লাখ ৩০ হাজার ৬৬৮টি এবং অন্যান্য পশু ৯৬০টি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তর পশু কোরবানির হিসাব করে থাকে। স্তরায়িত দৈব নমুনায়নের (স্ট্র্যাটিফায়েড র্যান্ডম স্যাম্পলিং) ভিত্তিতে তথ্য সংগ্রহ করে এবারের হিসাব করা হয়েছে। প্রতিটি উপজেলার তিনটি গ্রাম (ছোট, মাঝারি এবং বড়) থেকে অন্তত ১ শতাংশ নমুনা সংগ্রহ করে হিসাব করা হয়েছে।
অধিদপ্তরের তথ্যানুযায়ী, এবার কোরবানির পশু অবিক্রীত ছিল ৩৩ লাখ ১০ হাজার ৬০৩টি। কারণ হিসেবে সংস্থাটি বলছে, পশুর উৎপাদন বেশি ছিল। তাই পশু অবিক্রীত থাকা অস্বাভাবিক নয়।