সোমবার

,

১৪ই জুলাই, ২০২৫

ব্রঙ্কসে বন্দুকধারীর গুলিতে এক যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে গুলিবিদ্ধ হয়ে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।

পুলিশ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বলে স্থানীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

৯১১ নম্বরে ফোন পেয়ে পুলিশ রাত ৮:১৫ মিনিটের দিকে হান্টস পয়েন্টের ৭২৯ ব্রায়ান্ট অ্যাভিনিউয়ের সামনে ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশের তথ্যমতে, হান্টস পয়েন্টের ব্রায়ান্ট অ্যাভিনিউ ও ল্যাফায়েট অ্যাভিনিউয়ের কাছে ভুক্তভোগীর দিকে গুলি ছোড়া হয়। শরীরের বাম পাশে দুইবার গুলিবিদ্ধ হন তিনি।

পুলিশের একটি সূত্র জানায়, মোপেডে চড়া বন্দুকধারী গুলি করে দ্রুত পালিয়ে যান। ঘটনাস্থলটি ব্রঙ্কস অ্যাকাডেমি ফর মাল্টিমিডিয়ার কাছাকাছি। কালো পোশাক পরা পলাতক হামলাকারীকে খুঁজতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে লিংকন হসপিটালে ভর্তি করেন স্বাস্থ্যকর্মীরা। সেখানে প্রাণ হারানো যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। গুলি চালানোর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি, তবে পুলিশ জানিয়েছে, সার্ভিলেন্স ক্যামেরার খোঁজে মঙ্গলবার ঘটনাস্থলে তল্লাশি চালায় পুলিশ। তদন্ত চলছে, যেকোনো ফুটেজ তাদের পলাতক খুনিকে শনাক্ত ও তার গতিবিধি সম্বন্ধে ধারণা নিতে সাহায্য করবে।

খুনির বিষয়ে যেকোনো তথ্য জানাতে ক্রাইম স্টপার্সের (৮০০) ৫৭৭-টিআইপিএস নম্বরে কল করতে বলা হয়েছে। সব কলের তথ্য গোপন রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।