ইউরোপের দেশ অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে গুলিবর্ষণে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। শহরের মেয়র এলকে কাহার নিশ্চিত করেছেন যে হামলাকারীও একজন আত্মঘাতী বোমা হামলাকারী ছিল। তিনি মঙ্গলবার এ ঘটনাটিকে একটি ভয়াবহ ট্র্যাজেডি বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে নিহতদের মধ্যে শিক্ষার্থী এবং স্কুল কর্মীরাও রয়েছেন। আমেরিকার সংবাদ সংস্থা এপি এই খবর জানিয়েছে।
গ্রাজ শহরের মেয়র এলকে কাহার বলেছেন, বন্দুক হামলার ঘটনায় নিহতের সংখ্যা ১০ জন। এ ঘটনায় আরও কয়েকজনের আহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় একটি সংবাদমাধ্যম। ওই শহরের পুলিশের বরাতে অস্ট্রিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর, আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন।
কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন থাকার পরও এ ধরনের ঘটনায় হতবিহ্বল এলাকাবাসী।
বি.ও.আর.জি ড্রাইয়ারশুটজেনগাসে হাইস্কুলে এ হামলা হয়েছে। হামলাকারী একই স্কুলের এক শিক্ষার্থী বলে জানা গেছে। ঘটনার সময় সে আত্মহত্যা করে। স্কুলের টয়লেটে তার লাশ পাওয়া যায় বলে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে।
পুলিশ জানায়, স্কুলের দিক থেকে একাধিক গুলির শব্দের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। পুলিশ মুখপাত্র সাবরি ইয়রগুন বলেন, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ফোন পেয়ে বিশেষ বাহিনী স্কুলে পাঠানো হয়। ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে গ্রাজ পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করে জানায়, স্কুলটি খালি করা হয়েছে এবং শিক্ষার্থী ও কর্মচারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এখন আর সেখানে কোনও ঝুঁকি নেই এবং এলাকাটি নিরাপদ ঘোষণা করা হয়েছে।
৩ লাখেরও বেশি জনসংখ্যার শহর গ্রাজ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এটি অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর।