শুক্রবার

,

১৬ই মে, ২০২৫

ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ডলারের বিনিময় হার বাজারের ওপর পুরোপুরি ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণ চুক্তির শর্ত পূরণের অংশ হিসাবে এ সিদ্ধান্ত এসেছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গভর্নর ড. আহসান এইচ মনুসর।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গভর্নর বলেন, দেশে চালের দর যেভাবে নির্ধারিত হয়, সেভাবে ডলারের দরও নির্ধারিত হবে। চাহিদা ও যোগানের ভিত্তিতে এটি হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ থাকবে না। তবে ব্যাংকগুলো আগের মতোই প্রতিদিন দুইবার নিজেদের ডলার বেচাকেনার তথ্য ও দর বাংলাদেশ ব্যাংককে জানাবে।

আগামী জুনের মধ্যে আইএমএফসহ বিভিন্ন সংস্থা থেকে বাংলাদেশ ৩৫০ কোটি ডলার ঋণ সহায়তা পাবে বলে জানান গভর্নর। তিনি বলেন, আইএমএফসহ বিশ্বব্যাংক, এডিবি, জাইকাসহ বিভিন্ন সংস্থার ঋণ এর মধ্যে রয়েছে।

ড. আহসান এইচ মনসুর বলেন, গত নয় মাসে বাংলাদেশ ব্যাংক বাজারে কোনো ডলার বিক্রি করেনি। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় আগামী দশ মাসেও কোনো ডলার বিক্রি করতে হবে বলে আমি মনে করি না। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো আছে।

বুধবার দেশের আন্তঃব্যাংক মুদ্রা বাজারে প্রতি ডলারের সর্বোচ্চ বিনিময় হার ছিল ১২২ টাকা।