সোমবার

,

১২ই মে, ২০২৫

যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ভারত-পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে আলোচনা হয়েছে।

সোমবার সন্ধ্যায় ফোনে কথা বলেন দুই বাহিনীর অভিযান-সংক্রান্ত বিভাগের প্রধানেরা। এ সময় তারা দুই দেশের মধ্যে সমন্বিত যুদ্ধবিরতি নিয়ে কথা বলেন এবং আলোচনা চালিয়ে যেতে সম্মত হন।

সোমবার সরকারি সূত্রের বরাত দিয়ে পৃথকভাবে নিউজ১৮ এবং জিও টিভি চ্যানেল এ খবর জানিয়েছে।

নিউজ১৮ জানায়, কথোপকথনের সময় কমান্ডাররা যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখার জন্য ব্যবস্থা এবং ড্রোন-সম্পর্কিত উদ্বেগ অন্তর্ভুক্ত রয়েছে।

টিভি চ্যানেলটি জানিয়েছে, উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে এবং অদূর ভবিষ্যতে আলোচনার পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।

হিন্দুস্তান টাইমস সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ভারত কোনো রাজনৈতিক যোগাযোগ ছাড়াই পাকিস্তানের সঙ্গে কেবল সামরিক পর্যায়ে আলোচনা করবে।

পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যায় এবং পরবর্তীতে দুই দেশ সামরিক সংঘর্ষে লিপ্ত হয়।

গত ৭ মে রাতের বেলায় ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান অপারেশন ‘বুনিয়ান উল মারসুস’ শুরুর ঘোষণা দেয়। উত্তেজনা ছড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে ১০ মে নয়াদিল্লি ও ইসলামাবাদ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

দুই দেশ উচ্চ পর্যায়ের আলোচনার পর সমুদ্র, আকাশ বা স্থলে সমস্ত যুদ্ধ এবং গুলি চালানো বন্ধ করার জন্য একটি চুক্তিতে পৌঁছায়। তবে এর কয়েক ঘণ্টা পর একে অপরের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ তোলে। কিন্তু গত রাতে এবং সোমবার নিয়ন্ত্রণ রেখা এবং উভয় দেশের আন্তর্জাতিক সীমান্ত শান্ত ছিল।