২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করা হবে আগামী ২ জুন। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট এটি। চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি।
বাজেট নিয়ে ১৯ মে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে অর্থ উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান, অর্থ সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘গুরুত্বপূর্ণ সব প্রস্তাব নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে।’
এনবিআর সূত্রে জানা গেছে, তিন নীতি বিভাগ—আয়কর, শুল্ক ও মূসক থেকে প্রস্তুত আইনের ধারা-উপধারা ও কর হ্রাস-বৃদ্ধির বিষয়ে বৈঠকে উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টার সম্মতির পরই সেগুলো চূড়ান্ত করা হবে।
এছাড়া এনবিআর-বহির্ভূত রাজস্ব আহরণের পরিমাণ ও দপ্তরগুলোর জন্য নির্ধারণের লক্ষ্যও উপস্থাপন করা হবে বৈঠকে। প্রধান উপদেষ্টার সম্মতি পেলে সেটি চূড়ান্ত করা হবে।’