ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকে ‘ভয়াবহ’ উল্লেখ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা কমাতে বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহায্যের প্রস্তাব দিয়েছেন।
হোয়াইট হাউসে এক বক্তব্যে তিনি বলেন, ‘অবস্থা সত্যিই খুব ভয়াবহ। আমি উভয় দেশকে ভালোভাবে চিনি। উভয়ের সঙ্গে আমার সুসম্পর্ক আছে। আমি চাই তারা বিষয়টি মিটিয়ে নিক। আমি চাই তারা থামুক।’
প্রেসিডেন্ট আরও বলেন, ‘তারা পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। অন্তত এখন তারা থামবে বলে আশা করছি। উভয় দেশের সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে। আমি চাই, এটা (সংঘাত) বন্ধ হোক।’
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই করব।’
এর আগে ভারতের হামলার পর পর এ ঘটনাকে ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেছেন, ট্রাম্প বলেন, ‘এটা হতাশার। ওভাল অফিসের দরজা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা এ খবর শুনেছি।’ তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, অতীতের ইতিহাসের ভিত্তিতে মানুষ বুঝতে পেরেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তারা (ভারত-পাকিস্তান) দীর্ঘদিন ধরে লড়াই করছে।’
এদিকে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরানও এই উত্তেজনা নিরসনে এগিয়ে এসেছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। ইরানি সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা খবরটি নিশ্চিত করেছে।
এ সপ্তাহের শুরুতে আরাকচি পাকিস্তান সফর করেন। দুই দেশের পররাষ্ট্র বিষয়ক নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা শেষে ইরান জানিয়েছে, তারা ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত। তেহরান বলেছে, তারা দুই দেশের সঙ্গেই ইতিবাচক সম্পর্ক বজায় রাখবে।