শুক্রবার

,

৯ই মে, ২০২৫

মালয়েশিয়ায় ১১৪ বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কেলানতান রাজ্যের কোটা ভরুতে অভিযান চালিয়ে ১১৪ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার কোটা ভরুর চিচা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে অভিযান পরিচালনা করে এসব বাংলাদেশিকে আটক করা হয়। এসময় একজন ভারতীয়কেও আটক করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ২টা থেকে কেলানতান রাজ্যের কোতা বারুর চিচা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে বিদেশিদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।

কেলানতান ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান এক বিবৃতিতে বলেছেন, আটকদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। তারা শ্রমিক হিসেবে কাজ করতেন।

ইমিগ্রেশন বিভাগ জানায়, আটককৃতদের বিরুদ্ধে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধ করার অভিযোগ রয়েছে, যার মধ্যে বৈধ পাস বা পারমিট ছাড়া দেশে থাকাও অন্তর্ভুক্ত। ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি), ধারা ১৫(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(বি) অনুসারে আরও তদন্তের জন্য আটক অবৈধ অভিবাসীদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।