বুধবার

,

৭ই মে, ২০২৫

দেশের পথে রওনা দিয়েছেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধু জুবাইদা রহমান ও শর্মিলা রহমান সিঁথিসহ সফরসঙ্গীরা আছেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেল এসব তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাজ্য স্থানীয় সময় বিকাল সোয়া চারটার দিকে খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

কাতারে যাত্রাবিরতি শেষে মঙ্গলবার সকালে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

লন্ডনের হিথরো বিমানবন্দরের চার নম্বর টার্মিনালের ভিআইপি গেটে খালেদা জিয়াকে বিদায় জানান তারেক রহমান। এ সময় তারেক রহমানের মেয়ে জায়মা রহমানও ছিলেন।

খালেদা জিয়া বিমানবন্দরে যাওয়ার পথে যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানান।

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, লন্ডন থেকে ঢাকার যাত্রাপথে দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি আছে।

চলতি বছরের ৮ জানুয়ারি খালেদা জিয়া ওই একই এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান। তার অসুস্থতার খবর পেয়ে কাতারের আমির এই বিশেষ বিমান পাঠিয়েছিলেন। এবারও সেই বিশেষ বিমানে করেই মঙ্গলবার দেশে ফিরছেন তিনি।