শুক্রবার

,

৯ই মে, ২০২৫

ইসরায়েলের বিমানবন্দরে হুতির ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৬

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রবিবারের এই হামলায় অন্তত ছয়জন আহত হয়েছে। এর প্রেক্ষিতে প্রায় ৩০ মিনিট বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহতের জন্য বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছিল।

পুলিশের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, কর্মকর্তারা একটি গভীর গর্তের পাশে দাঁড়িয়ে আছেন। তবে বিমানবন্দরের অবকাঠামো অক্ষত ছিল।

আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে পুলিশ। ইসরায়েলের পুলিশপ্রধান ইয়ার হেজরোনি বলেন, ‘আমাদের ঠিক পেছনের এলাকাটি দেখতে পাচ্ছেন—এখানে কয়েক মিটার প্রশস্ত ও গভীর গর্ত হয়েছে।’

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রথমবারের মতো কোনো ক্ষেপণাস্ত্র বিমানবন্দরের টার্মিনাল ও রানওয়ের এত কাছে পড়েছে।

হামলার দায় স্বীকার করে ইরান সমর্থিত হুতি বলেছে, বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে তারা।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাত্জ জোরালো প্রতিশোধের হুমকি দিয়ে বলেন, ‘যে কেউ আমাদের ওপর আঘাত করবে, আমরা তাদের সাত গুণ জোরে আঘাত করব।’

গাজার শাসকগোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ এই হামলার প্রশংসা করেছে।

হুতির হামলার জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমেরিকার সঙ্গে সমন্বয় করে হুতির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। তিনি বলেন, ‘আমরা অতীতে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি এবং ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেব।’