সোমবার

,

৫ই মে, ২০২৫

নিউ ইয়র্কে অনুষ্ঠিত ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো

জান্নাতুল ফেরদৌস ন‍্যান্সী
ছবি: সংগৃহীত

রিয়েল এস্টেট বাজারকে সহজলভ্য করতে আমেরিকায় অনুষ্ঠিত হলো ‘ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো ২০২৫’। বাড়ি কেনার আগে-পরে করণীয় সম্পর্কে জানতে মেলায় প্রবাসী বাংলাদেশীসহ অন্যান্য কমিউনিটির সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শনিবার নিউ ইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়ট হোটেলে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ইউএসবিসিসিআই)-এর উদ্যোগে আয়োজিত “রিয়েল এস্টেট এক্সপো”তে ১০০ জনেরও বেশি রিয়েল এস্টেট পেশাজীবী ও ৬০টি প্রতিষ্ঠান অংশ নেয়। লিডিং রিয়েল স্টেট কোম্পানিগুলো এক ছাদের নিচে থাকায় একই সময়ে সবার সম্পর্কে জানতে পারছেন বাড়ি কিনতে আগ্রহীরা।

শুধু বাড়ি ক্রয়ই নয়, প্রবাসী বাংলাদেশিরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে সেই সুযোগ নিয়ে এক্সপোতে হাজির হয়েছিলো গোল্ড স্যান্ডস গ্রুপ ।

বিভিন্ন কোম্পানির স্টলে ঘুরে ঘুরে বাড়ি ক্রয়-বিক্রয়ের তথ্য সংগ্রহ করেন এক্সপোতে আসা দর্শনার্থীরা।

ইসলামিক শরিয়া-সম্মত গৃহঋণ, সরকারি অনুদান এবং মর্টগেজ সুবিধা সম্পর্কে সরাসরি তথ্য ও আবেদনের সুযোগ এক্সপোতে থাকায় তা ইসলামিক ফাইন্যান্সের প্রতি অনেককেই আকৃষ্ট করছে বলে জানান এলহাম একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোহাম্মাদ শহিদুল্লাহ।

এক্সপোতে বিশেষজ্ঞ প্যানেল আলোচনা, বিনিয়োগ কৌশল, আইনি পরামর্শ এবং নতুন ক্রেতাদের জন্য হোম ওনারশিপ গাইড প্রদান করা হবে। আয়োজকদের মতে, এটি শুধু বাড়ি কেনাবেচার মঞ্চ নয়, বরং রিয়েল এস্টেট সেক্টরে সচেতনতা তৈরির একটি উদ্যোগ।

 

 

অনুষ্ঠানে কর্পোরেট স্পন্সর হিসেবে অংশগ্রহন করেছে আশা গ্রুপ অব কোম্পানির সিস্টার কনসারন কি ম্যাক্স রিয়েলটি । বাড়ি ক্রয়ের ক্ষেত্রে যাবতীয় প্রতিষ্ঠানকে এক ছাদের নিচে পাওয়া ক্রেতাদের জন্য অনন্য সুযোগ বলে মনে করেন কি ম্যাক্স রিয়েলটির ব্রোকার মোহাম্মাদ কবির।

এক্সপোতে উপস্থিত হয়ে আশা গ্রুপ অব কম্পানিজ এর প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান আশা প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশীসহ সকল কমিউনিটির জন্য রিয়েল এস্টেট বাজার আরও সম্প্রসারিত এবং সহজলভ্য হবে। সেই সাথে এসিএন কেবল নেটওয়ার্ক নিয়েও কথা বলেন তিনি।

সংবাদ ও বিনোদনভিত্তিক চ্যানেল এটিভি ইউএসএ’র কার্যক্রম নিয়ে এক্সপোতে অংশগ্রহণকারীদের কৌতুহলের কমতি ছিলো না। এসময় অনেকেই সংগ্রহ করেন এসিএন ক্যাবল নেটওয়ার্কের বক্স। মেলা উপলক্ষে ক্রেতাদের বিশেষ ছাড় দেয় এসিএন ক্যাবল নেটওয়ার্ক।