চীনের সিচুয়ান প্রদেশে ট্রাফিক পুলিশকে সাহায্য করবে রোবট। মিয়ানইয়াংয়ের রাস্তায় স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ট্রাফিক কার্যক্রম তদারকি করছে রোবট। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে এটি।
ট্রাফিক পুলিশের মতোই দাঁড়িয়ে হাত নেড়ে গাড়ি চালকদের দিচ্ছে দিকনির্দেশনা। দূর থেকে মানুষ মনে হলেও আদতে ট্রাফিক পুলিশের মতোই কাজ করে যাচ্ছে একটি রোবট।
ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন প্রয়োগে সহায়তা করতেই এই কার্যক্রম হাতে নিয়েছে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের মিয়ানইয়াং শহরের পুলিশ বিভাগ। সংশ্লিষ্টরা জানান, এআই প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষের মতোই সঠিক দিক নির্দেশনা দিতে পারে এই রোবট।
এদিকে সঠিকভাবে ট্রাফিক কার্যক্রম পরিচালনায় এরইমধ্যে রোবটটি জনগণের মাঝেও বেশ জনপ্রিয় হচ্ছে । কাজ সামলানোর পাশাপাশি ভক্তদের সঙ্গে ছবি তুলেও বিনোদন দিচ্ছে এই রোবট।