সোমবার

,

৫ই মে, ২০২৫

আমেরিকার বাজেটে ১৬৩ বিলিয়ন ডলার সংকোচনের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্পের প্রথম বাজেট প্রস্তাব করেছে তার প্রশাসন। নির্বাচনি প্রতিশ্রুতি মােতাবেক সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আমলাতন্ত্র সংকোচনের কথা বিবেচনা করা হয়েছে এতে। শুক্রবার দেওয়া বাজেটে ১৬৩ বিলিয়ন ডলার ব্যায় সংকোচন করে একটি প্রস্তাব উত্থাপন করা হয়।

বাজেটে প্রতিরক্ষা এবং সীমান্ত নিরাপত্তা খাতে ব্যয় বাড়িয়ে শিক্ষা, আবাসন এবং স্বাস্থ্য গবেষণা খাতে খরচ কমাতে চায় ট্রাম্প প্রশাসন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, হোমল্যান্ড সিকিউরিটির জন্য ২০২৫ সালে বরাদ্দের প্রায় ৬৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে তারা।

প্রস্তাবিত বাজেট ডিপার্টমেন্ট অব এডুকেশন একেবারে বন্ধ করে দেওয়া কিংবা বিভাগটিকে সংকুচিত করা নিয়ে ট্রাম্পের প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে। এতে এ ডিপার্টমেন্টের জন্য বরাদ্দ প্রায় ১৫ শতাংশ কমানো হয়েছে।

এক বিবৃতিতে হোয়াইট হাউজের ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয় জানিয়েছে, সামাজিক নিরাপত্তা, মেডিকেয়ার প্রোগ্রাম এবং রাষ্ট্রীয় ঋণ পরিশোধ ব্যতীত যতরকম ঐচ্ছিক কর্মকাণ্ড রয়েছে, সে সব খাতে বরাদ্দের পরিমাণ ২৩ শতাংশ হ্রাস করা হবে।

কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা এই বাজেটের তীব্র সমালোচনা করেছেন। আবার রিপাবলিকান শিবিরে অনেকে প্রতিরক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে আরও বরাদ্দ চাচ্ছেন।

ওবিএমের পরিচালক রাস ভট বলেন, এখন আমাদের এমন একটি ঐতিহাসিক বাজেট দরকার, যা আমাদের অধঃপতনের জন্য অর্থ ব্যয় বন্ধ করবে, আমেরিকানদের অগ্রাধিকার দেবে এবং সামরিক ও জাতীয় নিরাপত্তায় সমর্থন দেবে।