ফ্লাইট অপারেশন ‘সাময়িকভাবে’ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে দেশের বেসরকারি এয়ারলাইনস নভোএয়ার। শুক্রবার থেকে সংস্থাটির ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।
দুই সপ্তাহের মধ্যে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে বলে নভোএয়ার বেবিচককে জানিয়েছে।
সূত্র জানিয়েছে, নভোএয়ার তাদের বহরে থাকা পাঁচটি এটিআর বিমান বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। এরই অংশ হিসেবে শুক্রবার থেকে বিমান বিক্রির ইন্সপেকশন শুরু হয়েছে।
সংস্থাটি বলছে, নভোএয়ার তার পরিকল্পনা অনুযায়ী এগোতে পারছে না। বিমানবহর ও আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা থাকলেও বিশ্বে লিজ নেওয়ার জন্য বিমানের ঘাটতি রয়েছে। এ ছাড়া বড় বিমান সংস্থাগুলোর প্রতিযোগিতার কারণে বিমান কেনা কঠিন হচ্ছে।
বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে প্রতিদিন অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে। যাত্রীসংকটের কারণে গত বছরের সেপ্টেম্বর থেকে তাদের একমাত্র আন্তর্জাতিক রুটে কলকাতার ফ্লাইট স্থগিত করা হয়েছে।
যেসব যাত্রী এয়ারলাইনসটিতে টিকিট কেটেছিলেন, তাঁদের পুরো টাকা ফেরত দেওয়া হবে বলে জানা গেছে।
তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, ২০ এপ্রিল থেকে নভোএয়ার টিকিট বিক্রি বন্ধ করে দেয়। এটা প্রচার হওয়ার পর আবারও টিকিট বিক্রি চালু করে। শুক্রবার থেকে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।