সোমবার

,

৫ই মে, ২০২৫

দেশের রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রভাবে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

বাংলাদেশে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার। একই সময়ে নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্রের দপ্তর এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পেমেন্ট ব্যালেন্স ও ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) অনুযায়ী হিসেব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে ৯ মার্চ আকুর বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ বিলিয়ন ডলারে নেমে আসে। নিট রিজার্ভ নেমে দাঁড়ায় ১৯ দশমিক ৭০ বিলিয়ন ডলারে।

২০২২ সালের পর থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যে হারে কমে আসছিল, বর্তমানে সেই হ্রাস রোধ করা সম্ভব হয়েছে। গত বছরের ৫ আগস্টের পর রেমিট্যান্স পাঠানো বৃদ্ধি পেয়েছে। তারই ফলাফল এই রিজার্ভ বৃদ্ধি। প্রবাসী আয় ও রপ্তানি আয় বৃদ্ধি অব্যাহত থাকা এবং আমদানি ব্যয় নিয়ন্ত্রণে রাখার ফলে রিজার্ভ ইতিবাচক ধারায় ফিরেছে।